UsharAlo logo
শুক্রবার, ১৬ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ | ২রা জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ

র‌্যাব সদস্যদের ওপর হামলায় গ্রেফতার ১৩

pial
মে ২৭, ২০২২ ৫:৫০ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেক্স : চট্টগ্রামের মীরসরাইয়ে র‌্যাব সদস্যদের ওপর হামলার সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে ১৩ জনকে গ্রেফতার করেছে র‌্যাব। বৃহস্পতিবার (২৬ মে) রাতে মীরসরাই ও ফেনীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। অভিযানে ২ হাজার পিস ইয়াবা, ৫২ বোতল ফেনসিডিল এবং ১ কেজি গাঁজা জব্দ করা হয়।

র‌্যাব-৭ অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এম এ ইউসুফ জানান, র‌্যাব সদস্যদের ওপর হামলার ঘটনায় বৃহস্পতিবার রাতে ফেনী ও মীরসরাই উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালানো হয়। হামলার সাথে জড়িত থাকার অভিযোগে ১৩ জনকে গ্রেফতার করা হয়।

প্রসঙ্গত, গত ২৫ মে সন্ধ্যায় মীরসরাই উপজেলার বারইয়ারহাট এলাকায় মাদক ব্যবসায়ীদের তথ্য সংগ্রহ করতে গেলে র‌্যাব সদস্যদের ওপর হামলা করে মাদক ব্যবসায়ীরা। এতে র‌্যাবের ৩ জন সদস্য গুরুতরভাবে আহত হন। তাদের উন্নত চিকিৎসার জন্য হেলিকপ্টারে করে ঢাকায় পাঠানো হয়। আর সে সময় এক র‌্যাব সদস্যের অস্ত্রও ছিনিয়ে নেয় হামলাকারীরা।

(ঊষার আলো-এসএইস)