UsharAlo logo
শনিবার, ৪ঠা মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ২১শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

র‌্যাব ডিজি টিকটক-লাইকি নিয়ে যা বললেন

usharalodesk
জুন ৫, ২০২১ ৬:৩৩ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : সম্প্রতি ভারতের কেরালায় এক বাংলাদেশি তরুণীকে যৌন নির্যাতনের ঘটনার সূত্রপাতে টিকটকসহ বিতর্কিত অ্যাপসগুলো নিষিদ্ধের দাবি এসেছে র‌্যাবের পক্ষ থেকে।

র‌্যাবের মহাপরিচালক (ডিজি) চৌধুরী আবদুল্লাহ আল মামুন জানান, টিকটকসহ বিতর্কিত অ্যাপসগুলো নিষিদ্ধের সময় এসেছে। টিকটক-লাইকিসহ বিভিন্ন মোবাইল অ্যাপ ব্যবহারকে কেন্দ্র করে সংঘটিত বিভিন্ন অপরাধের অপরাধীদের তালিকা করা হচ্ছে। তিনি আরও বলেন, ৮২ শতাংশ মানুষ সামাজিক যোগাযোগ মাধ্যম ইন্টারনেট ব্যবহার করে থাকে। তাই এধরনের অপরাধের জন্য সামাজিক যোগাযোগমাধ্যমও দায়ী। অপরাধ করে পার পাওয়ার কোনো সুযোগ নেই। এরপরেও কেউ অপরাধ করলে কঠোর ভাবে ব্যবস্থা নেওয়া হবে। শনিবার (৫ জুন) রাজধানী বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনে (এফডিসি) ডিবেট ফর ডেমোক্রেসি আয়োজিত ‘কিশোর অপরাধ বৃদ্ধিতে সোশ্যাল মিডিয়ার অপব্যবহার’ নিয়ে ছায়া সংসদ বিতর্ক প্রতিযোগিতায় প্রধান অতিথির বক্তব্যে র‌্যাব ডিজি এসব কথা বলে কিশোর গ্যাং ও জঙ্গিবাদের মতো যে কোনো অপরাধের জন্য অভিভাবকদের সন্তানের প্রতি নজর রাখারও আহ্বান জানান।

(ঊষার আলো-আরএম)