UsharAlo logo
শনিবার, ৫ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২১শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

লংকান শিবিরে টানাপোরন

ঊষার আলো
জুলাই ৪, ২০২১ ৬:৪৯ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : গত মে মাসে বাংলাদেশ সফরে আসার আগে থেকেই ক্রিকেটারদের সাথে চুক্তি নিয়ে ঝামেলা চলছে শ্রীলংকা ক্রিকেট বোর্ডের (এসএলসি)। যে সমস্যা এখনও সমাধান হয়নি।

অরবিন্দ ডি সিলভার নেতৃত্বাধীন ক্রিকেট কমিটি পারফরম্যান্সের ভিত্তিতে ক্রিকেটারদের পারিশ্রমিক নির্ধারণের জন্য এসএলসির কাছে সুপারিশ করেন। সেই সুপারিশ অনুসারেই ক্রিকেটারদের সাথে চুক্তি করতে চায় এসএসলসি। তবে তা মানতে নারাজ ক্রিকেটাররা।

এসএলসি ক্রিকেটারদের নতুন নিয়মানুসারে চুক্তিতে সই করাতে না পেরে হার্ডলাইনে যাচ্ছে।

শ্রীলংকান সংবাদপত্রের সূত্রে জানা গেছে, ইংল্যান্ড সফর থেকে কুশল পেরেরারা দেশে ফিরে যদি নতুন এই চুক্তিতে সই না করেন তাহলে ভারতের বিপক্ষে দ্বিতীয়সারির দল মাঠে নামাবে লংকান ক্রিকেট বোর্ড।

এসএলসি ২৪ জন ক্রিকেটারকে চারটি বিভাগে ৭০ হাজার থেকে এক লাখ মার্কিন ডলার বার্ষিক চুক্তির আওতায় আনতে যাচ্ছে।

নতুন চুক্তি অনুসারে ধনঞ্জয় ডি সিলভার সবচেয়ে বেশি এক লাখ মার্কিন ডলার পাওয়ার কথা। সকলেরই পারিশ্রমিক আগের তুলনায় অনেক কমে গেছে। ফলে চুক্তিতে সই করতে চাচ্ছেন না ক্রিকেটাররা।

(ঊষার আলো-এফএসপি)