UsharAlo logo
সোমবার, ১৭ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩রা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

লকডাউনে বের হতে মুভমেন্ট পাসের জন্য প্রথম এক ঘণ্টায় আবেদন পড়ল ১ লাখ ১৫ হাজার

ঊষার আলো
এপ্রিল ১৩, ২০২১ ৪:৩৩ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : লকডাউনে জরুরি প্রয়োজনে বের হতে মুভমেন্ট পাসের জন্য প্রথম এক ঘণ্টায় ১ লাখ ১৫ হাজার মানুষ আবেদন করেছেন।

মঙ্গলবার (১৩ এপ্রিল) রাজারবাগ পুলিশ লাইন্সে এই ‘মুভমেন্ট পাস’ অ্যাপ্লিকেশনটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ। উদ্বোধনের পর প্রথম ঘণ্টায় তারা এই আবেদন করেন।

করোনার (কোভিড-১৯) প্রাদুর্ভাব বেড়ে চলায় ১৪ এপ্রিল হতে শুরু হচ্ছে কঠোর লকডাউন। এ লকডাউনের সময় জরুরিভাবে বাইরে যাওয়ার প্রয়োজন হলে, পুলিশের হতে ‘মুভমেন্ট পাস’ নিতে হবে।

এই পাসধারী সড়কে নির্বিঘ্নে চলাচল করতে পারবেন। কিন্তু এ পাস সকলকে দেওয়া হবে না। শুধুমাত্র জরুরি সেবার প্রয়োজনেই এই পাস দেওয়া হবে।

(ঊষার আলো-এফএসপি)