UsharAlo logo
শুক্রবার, ১৭ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩রা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

লকডাউনে যাতায়াতের ব্যবস্থা না করলে আইনি ব্যবস্থা নেওয়া হবে: শ্রমপ্রতিমন্ত্রী

ঊষার আলো
এপ্রিল ১২, ২০২১ ৩:১৩ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো রিপোর্ট : লকডাউনে শিল্প কারখানাগুলো নিজস্ব ব্যবস্থাপনায় শ্রমিকদের যাতায়াতের ব্যবস্থা না করলে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে শ্রমপ্রতিমন্ত্রী মুন্নুজান সুফিয়ান।
আজ ১২ এপ্রিল সোমবার দুপুরে সচিবালয়ে ক্লিনিক ভবনে করোনা ভাইরাসের দ্বিতীয় ডোজ গ্রহণ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এ কথা বলেছেন।
শ্রম প্রতিমন্ত্রী বলেছেন, লকডাউন চলাকালে শিল্প কারখানাগুলোকে নিজস্ব ব্যবস্থাপনায় শ্রমিকদের যাতায়াতের ব্যবস্থা করতে হবে। অন্যথায় আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।
করোনা সংক্রমণ মারাত্মকভাবে বেড়ে যাওয়ায় প্রথম দফায় মানুষের চলাচল নিয়ন্ত্রণে গত ৫ এপ্রিল থেকে ১১ এপ্রিল পর্যন্ত নিষেধাজ্ঞা জারি করেছে সরকার। এর পর আজ ১২ এপ্রিল সোমবার আবারো ৮ দিনের কঠোর লকডাউন ঘোষণা করা হয়েছে। আগামী ১৪ এপ্রিল বুধবার থেকে এই লকডাউন কার্যকর করা হবে।
১৪ থেকে ২১ এপ্রিল পর্যন্ত এই লকডাউনে জরুরিসেবা দেওয়া প্রতিষ্ঠান ছাড়া সরকারি-বেসরকারি সব অফিস এবং গণপরিবহন বন্ধ থাকবে। তবে শিল্প-কারখানাগুলো স্বাস্থ্যবিধি অনুসরণপূর্বক নিজস্ব ব্যবস্থাপনায় চালু থাকবে বলে জানিয়েছে। এই সময়ে শ্রমিকদের স্ব স্ব প্রতিষ্ঠান থেকে নিজস্ব পরিবহন ব্যবস্থাপনায় আনা-নেওয়া নিশ্চিত করতে হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।
তবে এর আগে লকডাউন চলাকালে শ্রমিকদের জন্য শিল্প বেশিরভাগ কারখানাকে নিজস্ব ব্যবস্থাপনায় পরিবহন নিশ্চিত করতে দেখা যায়নি। এর পরিপ্রেক্ষিতে উপরোক্ত কথা বলেছে শ্রম প্রতিমন্ত্রী।

 

(ঊষার আলো- এম.এইচ)