UsharAlo logo
শুক্রবার, ১৭ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩রা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

লকডাউন অমান্য করায় মণিরামপুরে কাপড় দোকানিসহ ৮ জনকে জরিমানা

ঊষার আলো
এপ্রিল ২০, ২০২১ ৫:০১ অপরাহ্ণ
Link Copied!

মণিরামপুর প্রতিনিধি : লকডাউন অমান্য করে দোকান খোলায় মণিরামপুরে দুই কাপড় ব্যবসায়ীকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (২০ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে ইউএনও সৈয়দ জাকির হাসান আদালত পরিচালনা করে তাদের এ দন্ড দিয়েছেন। অভিযানকালে পূরবী সিনেমা হল সংলগ্ন কাপড় দোকানি মনিরুজ্জামানকে ৫০০ টাকা ও কাপুড়িয়া পট্টির জিয়াউর রহমানকে ২০০ টাকা জরিমানা করা হয়। এছাড়া মাস্ক না পরে বাইরে বের হওয়ায় হাসপাতাল মোড়ে অভিযান চালিয়ে মোহনপুর এলাকার মতিয়ার রহমান ও বিজয়রামপুরের নাজমুল হুদাকে ২০০ টাকা করে জরিমানা করেন ইউএনও। আদালতের বেঞ্চসহকারী আবুল কালাম জরিমানার এ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, করোনাকালীন সরকারি আদেশ না মানায় চার মামলায় চারজনকে এক হাজার ১শ’ টাকা জরিমানা করা হয়েছে।

(ঊষার আলো-আরএম)