UsharAlo logo
রবিবার, ২২শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৭ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

লক্ষ্মীপুরে বঙ্গবন্ধুর ম্যুরাল ভাঙচুরের দায়ে যুবক আটক

pial
মে ২৭, ২০২২ ৬:১৭ পূর্বাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেক্স : লক্ষ্মীপুরে বঙ্গবন্ধুর ম্যুরাল ভাঙচুরের অভিযোগে রাসেল ইকবাল নামে এক যুবককে আটক করেছে পুলিশ কতৃপক্ষ। বৃহস্পতিবার (২৬ মে) রাত সাড়ে ১০ টার দিকে শহরের উত্তর তেমুহনীতে অবস্থিত বঙ্গবন্ধুর ম্যুরাল ভাঙচুরের ঘটনাটি ঘটে।

আটক যুবক কি কারণে ম্যুরালটি ভাঙচুর করেছেন তা এখনো জানা যায়নি।

প্রত্যক্ষদর্শী কয়েকজন জানান, ওই যুবক বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে বঙ্গবন্ধুর ম্যুরালে লাঠি দিয়ে আঘাত করতে থাকেন। একপর্যায়ে বঙ্গবন্ধুর ম্যুরালের গ্লাসটি ভেঙে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে হাতেনাতে আটক করে।

সদর থানার ওসি মমিনুল ইসলাম জানান, বঙ্গবন্ধুর ম্যুরাল ভাঙচুরের ঘটনায় অভিযুক্ত যুবককে আটক করা হয়েছে। এই ব্যাপারে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

(ঊষার আলো-এসএইস)