UsharAlo logo
শনিবার, ১০ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৭শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

লবণচরা সার্বজনীন মন্দিরে নাটমন্দিরের ভিত্তি প্রস্তর স্থাপন

ঊষার আলো
মে ২৪, ২০২১ ৯:২২ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো রিপোর্ট : লবণচরা সার্বজনীন পূজা মন্দিরে নাটমন্দিরের ভিত্তি প্রস্তর স্থাপন উপলক্ষে সোমবার (২৪ মে) সকাল ১০টায় মন্দির প্রাঙ্গণে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন মন্দির কমিটির সভাপতি ও লবণচরা থানা পূজা উদযাপন পরিষদের সভাপতি ডাঃ শেখর চন্দ্র পাল এবং পরিচালনা করেন মন্দির কমিটির প্রধান উপদেষ্টা সুশান্ত কুমার বিশ্বাস। বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, খুলনা মহানগর শাখার সাধারণ সম্পাদক প্রশান্ত কুমার কুণ্ডু প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মন্দিরে নাটমন্দিরের ভিত্তি প্রস্তর স্থাপন করেন।
এ সময়ে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা সিটি কর্পোরেশনের ৩১নং ওয়ার্ড কাউন্সিলর ও আওয়ামী লীগনেতা আরিফ হোসেন মিঠু। বিশেষ অতিথি ছিলেন খুলনা মহানগর পূজা উদযাপন পরিষদের কোষাধ্যক্ষ রতন কুমার নাথ, বাংলাদেশ যুব ঐক্য পরিষদ খুলনা মহানগর সভাপতি বিশ্বজিৎ দে মিঠু, সদর থানা পূজা উদ্যাপন পরিষদের সাধারণ সম্পাদক বিপ্লব সাহা লব, সোনাডাঙ্গা থানা পূজা উদ্যাপন পরিষদের সাধারণ সম্পাদক রামচন্দ্র পোদ্দার, খুলনা মহানগর পূজা উদযাপন পরিষদের সম্পাদকমণ্ডলীর সদস্য উজ্জ্বল ব্যানার্জী, সদর থানা পূজা উদ্যাপন পরিষদের অন্যতম নেতা রবীন দাস। এছাড়া অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন লবণচরা মন্দিরের কোষাধ্যক্ষ দেবাশিষ দাস, চিত্ত করাতী, বিভা করাতী, অভিজিৎ দাস, পুষ্প করাতী, যুথিকা মজুমদার, অঞ্জলি করাতী, অসীম মজুমদার প্রমুখ। ভিত্তিপ্রস্তর স্থাপনকালে মাঙ্গলিক অনুষ্ঠান পরিচালনা করেন মন্দিরের পুরোহিত বিকাশ চক্রবর্ত্তী।

(ঊষার আলো-এমএনএস)