UsharAlo logo
সোমবার, ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

লবনচরায় গাঁজাসহ এক বিক্রেতা গ্রেফতার

usharalodesk
এপ্রিল ১৬, ২০২১ ৫:৫১ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো প্রতিবেদক : লবণচরা শিপইয়ার্ড এলাকা থেকে ৪ কেজি গাঁজাসহ এক বিক্রেতাকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার(১৬ এপ্রিল) ভোর সোয়া ৫টায় এ বিশেষ অভিযান চালানো হয়েছে। গ্রেফতারকৃত আসামি হলেন, রূপসা আইচগাতী বসিরের মোড় এলাকার মৃত: দ্বীন মোহাম্মদের ছেলে মোঃ মুনছুর আলী(৩৯)।

সূত্র জানায়, শুক্রবার(১৬ এপ্রিল) ভোর সোয়া ৫টায় লবণচরা থানা পুলিশের একটি টিম ৮ নং শিপইয়ার্ড মেইন রোডস্থ নূরুল ইসলাম মঞ্জুর বরিশাল বরফকলের দোতলা ভবন থেকে মোঃ মুনছুরকে আটক করেন। এসময় তার কাছ থেকে ৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় তার বিরুদ্ধে লবণচরা থানায় মামলা দায়ের হয়েছে, যার নং-৭।

(ঊষার আলো-আরএম)