UsharAlo logo
শনিবার, ১৮ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ

লভিভে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় নিহত ৩

usharalodesk
জুলাই ৬, ২০২৩ ১২:৩৮ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : ইউক্রেনের পশ্চিমাঞ্চলীয় লাভিভ শহরের একটি আবাসিক ভবনে রুশ ক্ষেপণাস্ত্র হামলার ঘটনায় অন্তত তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও আটজন আহত হয়েছেন।বৃহস্পতিবার লাভিভের মেয়র আন্দ্রি সাদোভি এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। আশঙ্কা করা হচ্ছে, ধ্বংসাবশেষের নিচে আরও অনেকে আটকা আছেন, থাকতে পারে মৃতদেহও।

আঞ্চলিক প্রধান মাকসিক কজিতস্কি বলেন, শহরের একটি গুরুত্বপূর্ণ স্থাপনা হামলার শিকার হয়েছে। তবে তিনি এ নিয়ে বিস্তারিত আর কোনো তথ্য দেননি।  অন্যদিকে রুশ বাহিনীও তাদের এ হামলা নিয়ে এখন পর্যন্ত মুখ খোলেনি।

সাদোভির পোস্ট করা ভিডিওতে দেখা যায়, হামলায় ভবনের ভাঙা জানালা দেখা যাচ্ছে। ভবনের চতুর্থ তলায় এটি হয়েছে বলে মনে হচ্ছে। এ ছাড়া ভিডিও ফুটেজে ক্ষতিগ্রস্ত গাড়ি ও ধ্বংসাবশেষ দেখা গেছে।

মেয়র বলেন, ৬০টির বেশি আপার্টমেন্ট ক্ষতি হয়েছে। সেই সঙ্গে ৫০টি গাড়ি ধ্বংস হয়েছে। উদ্ধারকর্মীরা উদ্ধার অভিযান চালাচ্ছে।

মেয়রের শেয়ার করা ১৩ সেকেন্ডের ভিডিওতে দেখা গেছে একটি চারতলা আবাসিক ভবনের কিছু অংশ ও কয়েকটি ছাদ ধ্বংসস্তূপে পরিণত হয়েছে।

ঊষার আলো-এসএ