বাগেরহাট প্রতিনিধি : খুলনা র্যাব-৬ এর সদর কোম্পানির একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে বাগেরহাটের মোড়েলগঞ্জ উপজেলার কামলা বাজার এলাকায় বৃহস্পতিবার (১৩ অক্টোবর) বিকেল তেকে সন্ধ্যা পর্যন্ত এক ঝটিকা অভিযান পরিচালনা করেছে।
অভিযান চলাকালে লাইসেন্স ব্যতীত অবৈধভাবে সার ও কৃষি পন্য বিক্রয় এবং অনুমোদনের অতিরিক্ত সার মজুদ করণের দায়ে স্থানীয় সততা এন্টারপ্রাইজ এর স্বত্তাধীকারী মোঃ মোশারফ হাওলাদার কে কৃষি বিপণন আইন ২০১৮ এর ১৯/১(ক) ধারায় ৬০ হাজার টাকা জরিমানা এবং একই এলাকার মেসার্স জয় এন্টারপ্রাইজ এর সত্ত্বাধীকারী সরদার জাহিদুল ইসলামকে একই ধারায় ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।
খুলনা র্যাব-৬ এর মিডিয়া সেল থেকে শুক্রবার (১৪ অক্টোবর) সকালে দেয়া এক মেইল বার্তায় জানানো হয়, ওই এলাকায় কয়েকটি প্রতিষ্ঠান দীর্ঘদিন যাবত বিএসটিআই এর লাইসেন্স ব্যতীত অবৈধভাবে সার ও কৃষি পন্য বিক্রয় করে আসছে। প্রাপ্ত সংবাদের ভিত্তিতে আভিযানিক দলটি বাগেরহাট জেলা কালেক্টরেট এর নির্বাহী ম্যাজিস্ট্রেট সমন্বয়ে মোড়েলগঞ্জ উপজেলার কামলা বাজারে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। পরবর্তীতে আদায়কৃত জরিমানার অর্থ নির্বাহী ম্যাজিস্ট্রেট কর্তৃক সরকারি কোষাগারে জমা করা হয়।