UsharAlo logo
শনিবার, ১৭ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩রা জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ

লাউ গাছের এক বোটায় ৭ লাউ

ঊষার আলো
মে ২৫, ২০২১ ৫:৪৯ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : যশোরের অভয়নগরে কামরুল হাসান নামে স্থানীয় এক চাষির লাউ গাছের এক বোটায় ৭টি লাউ ধরেছে। সেই গাছ ও লাউ দেখতে ভিড় করে গ্রামবাসী

কামরুল হাসান সে উপজেলার চলিশিয়া ইউনিয়নের কোটা গ্রামের মৃত মোশারফ হোসেন তরফদারের ছেলে।

জানা যায়, কামরুল হাসানের বাড়িতে বেশ কয়েকটি লাউ গাছ রয়েছে। যার মধ্যে একটি গাছের একই বোটায় ৭টি লাউ দেখা ধরেছে। সব কয়টি লাউই প্রায় একই আকারের।

কামরুল হাসানের থেকে জানা যায়, বাজার থেকে কেনা লাউ গাছের বীজ বাড়ির আঙ্গিনায় রোপণ করেন তিনি এবং তা থেকে বেশ কয়েকটি গাছ জন্ম নেয়। কিন্তু একটি গাছে দেখা যায় ব্যতিক্রমি কান্ড। সবাইকে অবাক করে সেই গাছের একটি বোটায় ১১টি ধরে। কিন্তু ৪টি লাউ শুরুতে নষ্ট হয়ে ঝরে যায়। এখন বর্তমানে গাছটিতে ৭টি লাউ রয়েছে। আল্লাহ চাইলে সব কিছুই সম্ভব। লাউ ও গাছ দেখতে বিভিন্ন এলাকা থেকে মানুষ প্রতিদিন তার বাড়িতে আসছেন।

(ঊষার আলো-এফএসপি)