UsharAlo logo
বুধবার, ২৬শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৩ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ

লিটনের ক্লাস নিয়ে সন্দেহ নেই নির্বাচকদের, তবুও কেন বাদ

ঊষার আলো
জানুয়ারি ১২, ২০২৫ ৪:১৫ অপরাহ্ণ
Link Copied!

ক্রীড়া ডেস্ক :  চ্যাম্পিয়নস ট্রফি সামনে রেখে ১৫ জনের বাংলাদেশ দল ঘোষণা করেছে নির্বাচকরা। যেই দলে জায়গা হয়নি তারকা ওপেনার লিটন দাসের। তার জায়গায় সুযোগ পেয়েছেন কখনো ওয়ানডে না খেলা পারভেজ হোসেন ইমন। লিটনকে ঠিক কেন বিবেচনা করা গেল না। সেই ব্যাখ্যায় দিতে হয়েছে প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেনকে।

বছরের বছরের পর ধরে যাকে ‘প্রতিভা’র জন্য খেলানো হলো। যাকে এতদিন সেরা ক্লাসিক ব্যাটার বলা হলো, সেই লিটনই এত বড় টুর্নামেন্টের আগে বাদ। যার কারণ হিসেবে আশরাফ টেনে নিয়েছেন সবশেষ ওয়েস্ট ইন্ডিজের মাটিতে ওয়ানডে সিরিজে লিটনের তিন ম্যাচের রান (২,৪,০)।

প্রতিপক্ষ অ্যানালিস্টের সামনে লিটনের ব্যাটিং রহস্যও ফাঁস হয়ে গেছে বলেও মনে করছেন এই নির্বাচক, ‘লিটন আউট অব ফর্ম। আউটের প্যাটার্ন অনেকটা একইরকম। সাদা বলে পাওয়ার প্লেতে যে সুবিধা নেওয়া দরকার, সেটা হচ্ছে না। ক্রিজে টিকে থাকতে পারছে না। এক্সপোজ হয়ে গেছে। বিপক্ষ দলের অ্যানালিস্টরা লিটনের বিপক্ষে অনেক বেশি সফল হয়ে যাচ্ছে। তবু সুযোগ দিয়েছিলাম। কিন্তু আস্থার জায়গাটা এই মুহূর্তে সেই অবস্থানে নেই।’

লিটনকে না রাখার পেছনে ভালো বিকল্প থাকার কথাও বলেছেন প্রধান নির্বাচক, ‘সৌম্য ও তামিম জুটি হিসেবে ভালো করছে। এই দুজনই সম্ভবত ইনিংস শুরু করবে। তাই প্রথম একাদশে লিটনের জায়গা নেই। তার ক্লাস নিয়ে সন্দেহ নেই। ফর্মে সংকট দেখা দিলে সেখান থেকে বের করতে যদি কাজ করতে পারি তাহলে তাকে ভালোভাবে বের করে আনতে পারব। আমাদের বিশেষজ্ঞরা কাজ করার সুযোগ পাবে এই সময়ে।’

লিটনকে নিয়ে নির্বাচক আরও বলেন, ‘লিটনের অতীত পারফরম্যান্স, ইতিহাস অবশ্যই দেখা হয়। নিকট অতীত বেশি দেখা হয়। উইন্ডিজে আমরা সব ম্যাচেই রান করেছি। দুই ম্যাচে তিন শ পেরিয়েছি। উইকেট খুব ভালো ছিল। সেখানেও (লিটন) ফেল করায় তার ওপর আত্মবিশ্বাস রাখা কঠিন হয়ে যায়। আমরা পিন্ডিতে খেলব। খুব ভালো ব্যাটিং উইকেট। নিউজিল্যান্ড ৩৩৬ করেও হেরে গেছে। টপ অর্ডারই রান করেছে। অর্থাৎ ওপর থেকেই রান আসতে হবে। তাই আউট অব ফর্ম কাউকে নিতে পারছি না। টুর্নামেন্টে ব্যাটিংয়ের পাশাপাশি বোলিংও কঠিন চ্যালেঞ্জ থাকবে।’

ঊষার আলো-এসএ