UsharAlo logo
মঙ্গলবার, ১লা জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

লিটনের পর মুশফিকের দুর্দান্ত সেঞ্চুরি

pial
মে ২৩, ২০২২ ৬:০৫ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের শেষ টেস্টে লিটন দাসের পর এবার সেঞ্চুরি হাঁকালেন মুশফিকুর রহিম। এ নিয়ে টেস্ট ক্যারিয়ারে শ্রীলঙ্কার বিপক্ষে তৃতীয় ও নিজের নবম সেঞ্চুরি করলেন মুশফিক। তার আগে লঙ্কানদের বিপক্ষে ক্যারিয়ারের তৃতীয় টেস্ট সেঞ্চুরি করেন লিটন।

মুশফিক এ নিয়ে লঙ্কানদের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজের দুই ইনিংসে জোড়া সেঞ্চুরি করেন। সিরিজের প্রথম ম্যাচে চট্টগ্রামে ১০৫ রানের ইনিংস খেলার মধ্য দিয়ে দেশের প্রথম ব্যাটসম্যান হিসেবে টেস্টে ৫ হাজার রানের মাইলফলক স্পর্শ করেন তিনি।
আজ মিরপুরে সিরিজের শেষ টেস্টে টস জিতে ব্যাট করতে নামে বাংলাদেশ। কিন্তু বাংলাদেশের ব্যাটারদের এলোমেলো করে দেয় লঙ্কান বোলাররা। একেবারে বিপর্যয় নেমে আসে টাইগার ব্যাটিং লাইনআপে। দলীয় মাত্র ২৪ রানে ৫ উইকেট হারায় বাংলাদশে। সেখান থেকে ভয়াবহ বিপর্যয় কাটিয়ে দারুণভাবে মুশফিক ও লিটনের ব্যাটে ঘুরে দাঁড়ায় বাংলাদেশ দল। ষষ্ঠ উইকেটে রেকর্ড জুটি গড়েন এ দুই ব্যাটসম্যান।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৫ উইকেটে ২৭৭ রান। লিটন রান ১৩৫ ও মুশফিক ১১৫ রান করে আজকের মত খেলা শেষ করেছেন।

(ঊষার আলো-এফএসপি)