ঊষার আলো ডেস্ক : লেবাননের রাজধানী বৈরুতের দক্ষিণাঞ্চলে একটি জানাজায় শিয়া-সুন্নি সংঘর্ষে তিন হিজবুল্লাহ সদস্যসহ কমপক্ষে ৫ জন নিহত হয়েছেন।
এ ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছেন। শনিবার রাতে দুর্বৃত্তের গুলিতে নিহত এক হিজবুল্লাহ সদস্যের জানাজায় রোববার এ হতাহতের ঘটনাটি হয়েছে।
বৈরুতের দক্ষিণাঞ্চলে খালেদ এলাকায় শিয়া-সুন্নি সম্প্রদায়ের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। এরপর ওই এলাকায় বিপুল সংখ্যক সেনা মোতায়েন করা হয়েছে। দেশটির সেনাবাহিনী এক বিবৃতিতে বলেছে, সংঘর্ষে জড়িত সন্দেহে ১ জনকে আটক করা হয়েছে।
(ঊষার আলো-আরএম)