UsharAlo logo
শনিবার, ৪ঠা জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ২০শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

লেবাননে হিজবুল্লাহর ওপর বিমান হামলা চালিয়েছে ইসরাইল

usharalodesk
জানুয়ারি ১, ২০২৫ ১:৪৫ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক :যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষরের এক মাসের মধ্যে লেবাননে আরও এক দফা হামলা চালিয়েছে ইসরাইল।  গত ২৭ নভেম্বর হিজবুল্লাহ এবং ইসরাইলের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি হয়।  কিন্তু চুক্তি লঙ্ঘন করে এরইমধ্যে কয়েকবার লেবাননে হামলা চালিয়েছে ইসরাইল। এবার নতুন বছরের প্রাক্কালে আবারও বৈরুতে হামলা করেছে ইহুদিবাদী দেশটি।

ইসরাইলের প্রতিরক্ষা বাহিনী বলেছে, মঙ্গলবার দক্ষিণ লেবাননে হিজবুল্লাহর আস্তানায় বিমান হামলা চালিয়েছে তারা। তাদের দাবি, এ সময় হিজবুল্লাহর যোদ্ধারা গুদাম থেকে গাড়িতে করে অস্ত্র স্থানান্তর করছিল। হিজবুল্লাহর কতজন সদস্য এখানে জড়িত বা কোথায় হামলা হয়েছিল তা সামরিক বাহিনী বিস্তারিত জানায়নি।

এতে বলা হয়েছে, হামলায় গাড়ি ও অস্ত্রের ডিপো উভয়ই ক্ষতিগ্রস্থ হয়েছে।

বিবৃতিতে বলা হয়, আইডিএফ ইসরাইল এবং লেবাননের মধ্যে সাক্ষরিত সমঝোতার প্রতি অবিচল থাকতে প্রতিশ্রুতিবদ্ধ। একইসঙ্গে ইসরাইল রাষ্ট্র এবং এর নাগরিকদের জন্য যে কোনও হুমকি দূর করতে কাজ করবে।

এর আগে ডিসেম্বরের শুরুতে যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষরের পর তিন দিন না যেতেই লেবাননে হামলা চালায় ইসরাইল।লেবাননের দক্ষিণাঞ্চলের দুটি গ্রামে চালানো এই হামলায় অন্তত ১১ জন নিহত হয়েছে বলে জানিয়েছিল দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়।

হিজবুল্লাহ ও ইসরাইলের চুক্তিতে যা বলা আছে

২৭ নভেম্বর যে যুদ্ধবিরতি চুক্তি হয়েছিল, সেটির মাধ্যমে দীর্ঘ এক বছরেরও বেশি সময় ধরে চলা হিজবুল্লাহ ও ইসরাইলের মধ্যকার সংঘাতের অবসান ঘটে। চুক্তিতে বলা হয়, লেবাননে বেসামরিক, সামরিক বা অন্যান্য রাষ্ট্রীয় লক্ষ্যবস্তুর বিরুদ্ধে ইসরাইল আক্রমণাত্মক কোনো সামরিক অভিযান চালাবে না। এর বিপরীতে হিজবুল্লাহও ইসরাইলে কোনো হামলা চালাতে পারবে না। এমনকি লেবাননের অন্য কোনো সশস্ত্র গোষ্ঠীও যদি ইসরাইলে হামলা চালাতে চায়, সেখানেও বাধা সৃষ্টি করবে হিজবুল্লাহ।

ঊষার আলো-এসএ