যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়ার লিটিট্জ এলাকায় রোববার সকালে একটি ছোট বিমান বিধ্বস্ত হয়। এতে একজন পুরুষ যাত্রী নিহত হয়েছেন বলে জানিয়েছে ল্যানকাস্টার কাউন্টি কর্তৃপক্ষ।
কর্তৃপক্ষ জানায়, স্থানীয় সময় সকাল ৮টার ঠিক আগে বিমানটি ৫০০ এয়ারপোর্ট রোড এলাকার কাছে বিধ্বস্ত হয়। ওই বিমানে শুধু একজন পুরুষ যাত্রী ছিলেন এবং ঘটনাস্থলেই তাকে মৃত ঘোষণা করা হয়। নিহত ব্যক্তির পরিচয় এখনো প্রকাশ করা হয়নি।
ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ড (এনটিএসবি) জানিয়েছে, দুর্ঘটনাটি একটি Piper PA-46 মডেলের এক ইঞ্জিনবিশিষ্ট বিমানে ঘটে, যা ল্যানকাস্টার বিমানবন্দর থেকে উড্ডয়নের কিছুক্ষণের মধ্যেই বিধ্বস্ত হয়।
দুর্ঘটনার কারণ অনুসন্ধানে এনটিএসবি-এর দুজন তদন্তকারী ঘটনাস্থলে যান। তারা ধ্বংসাবশেষ পরীক্ষা করে এবং প্রাথমিক তথ্য সংগ্রহ করে এর পেছনে থাকা কারণ নির্ধারণের চেষ্টা করছেন। তদন্ত শেষে বিমানের ধ্বংসাবশেষ একটি নিরাপদ স্থানে স্থানান্তর করা হবে।
মার্কিন ফেডারেল অ্যাভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) সূত্রে জানা গেছে, বিমানের রেজিস্ট্রেশন নম্বর যুক্ত রয়েছে ডেলাওয়ারের লিউইস শহরের একটি কর্পোরেশনের সঙ্গে, যার নাম Same Day Service Corp।
এনটিএসবি জানিয়েছে, দুর্ঘটনার এক মাসের মধ্যে তারা একটি প্রাথমিক প্রতিবেদন প্রকাশ করবে।
উল্লেখ্য, চলতি বছরের মার্চ মাসেও একটি ছোট বিমান ল্যানকাস্টার বিমানবন্দর থেকে উড্ডয়নের সময় লিটিট্জ এলাকার ব্রেথ্রেন ভিলেজ রিটায়ারমেন্ট কমিউনিটির পার্কিং লটে বিধ্বস্ত হয়। ওই ঘটনায় পাঁচজন আহত হন, তবে কেউ নিহত হননি। যদিও বেশ কয়েকটি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়।
ঊষার আলো-এসএ