UsharAlo logo
সোমবার, ১২ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৯শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

শচীনপুত্রের অভিষেকের দিন জিতল মুম্বাই

ঊষার আলো
এপ্রিল ১৭, ২০২৩ ১১:১৬ পূর্বাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : বিশ্বের সবচেয়ে বড় টি–টোয়েন্টি ফ্র্যাঞ্চাইজি লিগ আইপিএলে রোববার অভিষেক হলো কিংবদন্তি শচীন টেন্ডুলকারের ছেলে অর্জুন টেন্ডুলকারের।

বাবার মতো ব্যাটসম্যান নন অর্জুন। বাঁহাতি পেসার, ব্যাটিংটাও মোটামুটি ভালো পারেন। ভারতের অন্যান্য ঘরোয়া ক্রিকেটে এর আগে খেললেও আইপিএলে মাঠে নামলেন রোববারই প্রথম।

২০২১ সালে মুম্বাই তাকে ভিত্তিমূল্যে কিনে নিয়েছিল। গত আইপিএলেও অভিষেকের অপেক্ষায় ছিলেন। নিজের অভিষেকে কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে প্রথম ওভারটা ৪ রান দিয়ে ভালোই করেছিলেন। দ্বিতীয় ওভারে ১৩ রান দেওয়ার পর তাকে আর আক্রমণেই আনেননি মুম্বাই অধিনায়ক সূর্যকুমার যাদব।

অর্জুনের অভিষেকের মধ্য দিয়ে আইপিএলে দারুণ একটা ঘটনারও জন্ম হয়েছে—বাবার পর একই দলে ছেলের অভিষেক।

ক্যারিয়ারের শেষ দিকে শচীন টেন্ডুলকার আইপিএলে যে ৭৮ ম্যাচ খেলেছিলেন, সব কটিই ছিল মুম্বাই ইন্ডিয়ানসের হয়ে। ছেলেও মুম্বাই ইন্ডিয়ানসের হয়ে খেলা শুরু করলেন ।

ঊষার আলো-এসএ