UsharAlo logo
সোমবার, ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

শনিবার ব্যাংকের কিছু কিছু শাখা খোলা রাখার নির্দেশ

pial
মে ২৮, ২০২২ ৯:৩৭ পূর্বাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেক্স : হজ কার্যক্রমের সাথে সংশ্লিষ্ট ব্যাংকের শাখা ও উপশাখা শনিবার (২৮ মে) খোলা রাখার নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

শুক্রবার রা‌তে (২৭ মে) এই সংক্রান্ত একটি সার্কুলার জারি করে বাণিজ্যিক ব্যাংকগুলোর প্রধান নির্বাহীদের কাছে পাঠিয়েছে বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব অফ-সাইট সুপারভিশন।

সার্কুলারে বলা হয়েছে, হজ ব্যবস্থাপনার সুবিধার্থে হজ কার্যক্রমের সাথে সংশ্লিষ্ট ব্যাংকের প্রধান প্রধান শাখা, জেলা এবং উপ‌জেলা পর্যা‌য়ে পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করে ২৮ মে পূর্ণ দিবস খোলা রাখার নি‌র্দেশ দেওয়া হ‌লো। ব্যাংক কোম্পানি আইন ১৯৯১’র ৪৫ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে জনস্বার্থে এ নির্দেশ দেওয়া হয়েছে।

(ঊষার আলো-এসএইস)