UsharAlo logo
বুধবার, ১৩ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৮শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ

শপথ নিলেন বশির উদ্দিন-মাহফুজ ও ফারুকী

ঊষার আলো ডেস্ক
নভেম্বর ১০, ২০২৪ ৮:১৭ অপরাহ্ণ
Link Copied!

অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের কলেবর আরও বাড়লো। রোববার (১০ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টায় বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন নতুন তিনজনকে উপদেষ্টা হিসেবে শপথ পাঠ করান।

নতুন তিন উপদেষ্টা হলেন আকিজ-বশির গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক শেখ বশির উদ্দিন, প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহফুজ আলম ও চলচ্চিত্র পরিচালক মোস্তফা সারোয়ার ফারুকী।

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হিসেবে দায়িত্ব পান সাবেক আইজিপি খোদাবকশ চৌধুরী এবং ডা. সাইদুর রহমান।

উল্লেখ্য, ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার ক্ষমতাচ্যুত হয়। এরপর দেশত্যাগ করে ভারত পালিয়ে যান শেখ হাসিনা। এর পরদিন রাষ্ট্রপতি দ্বাদশ জাতীয় সংসদ ভেঙে দেন।তারপর আপিল বিভাগের মতামত নিয়ে ৮ আগস্ট ড. মুহাম্মদ ইউনূসকে প্রধান উপদেষ্টা করে অন্তর্বর্তী সরকার গঠিত হয়।

অন্তর্বর্তী সরকারে প্রথম দফায় উপদেষ্টা হিসেবে শপথ নেন ১৬ জন। তারা হলেন- অর্থ মন্ত্রণালয়ের উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ, আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ নজরুল, শিল্প মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা এ এফ হাসান আরিফ, পররাষ্ট্র উপদেষ্টা এম তৌহিদ হোসেন, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান,

সমাজকল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমিন এস মুরশিদ, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন, ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের আ ফ ম খালিদ হোসেন, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার, স্বাস্থ্য মন্ত্রণালয়ের উপদেষ্টা নুরজাহান বেগম, ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টা মো. নাহিদ ইসলাম,  যুব ও ক্রীড়া এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা সুপ্রদীপ চাকমা, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা বিধান রঞ্জন রায় পোদ্দার, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক-ই-আজম।

এরপর দ্বিতীয় দফায় আরও ৪ জন উপদেষ্টা হিসেবে শপথ নিয়েছেন। তারা হলেন- পরিকল্পনা মন্ত্রণালয়ের উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান, প্রধান উপদেষ্টার কার্যালয়ে সংযুক্ত আলী ইমাম মজুমদার, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

সেদিন প্রধান উপদেষ্টা ও অন্য উপদেষ্টাদের শপথ পড়ান রাষ্ট্রপতি। বর্তমানে উপদেষ্টা পরিষদের ২১ জন উপদেষ্টা রয়েছেন।