UsharAlo logo
সোমবার, ২০শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ

শরিফুলের পর এবাদাতের আঘাত

usharalodesk
এপ্রিল ৪, ২০২৩ ১১:০৪ পূর্বাহ্ণ
Link Copied!

ঊষার আলো রিপোর্ট : একমাত্র টেস্টে আয়ারল্যান্ডের বিপক্ষে ফিল্ডিং করছে বাংলাদেশ। সাদা পোশাকে অল্পবিস্তর সুযোগ পাওয়া সফরকারীদের বেশি শক্তভাবেই নিয়েছে বাংলাদেশ।

মঙ্গলবার মিরপুর শের-ই বাংলায় সকাল ১০টায় ম্যাচটি শুরু হবে। তিন পেসারের সঙ্গে স্বাগতিক একাদশে রয়েছেন তিন স্পিনার। খালেদ আহমেদ, এবাদত হোসেনের পাশাপাশি একাদশে রয়েছেন শরিফুল ইসলামও।

সর্বশেষ ২০১৪ সালে দেশের মাটিতে তিনজন বিশেষজ্ঞ পেসার নিয়ে খেলেছিল বাংলাদেশ। শ্রীলঙ্কার বিপক্ষে সে টেস্টে খেলেছিলেন রবিউল ইসলাম, আল-আমিন হোসেন ও রুবেল হোসেন। ২০১৮ সালেও তিন জন পেসার খেলেছিলেন, তবে তৃতীয় পেসার ছিলেন অলরাউন্ডার আরিফুল হক।

স্পিন আক্রমণেও রয়েছেন তিনজন। সাকিব আল হাসান, মেহেদী হাসান মিরাজদের সঙ্গে একাদশে রয়েছেন তাইজুল ইসলামও।

ঊষার আলো-এসএ