UsharAlo logo
বৃহস্পতিবার, ১৬ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ২রা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

শরিয়তপুরে চার প্রকল্প উদ্বোধন পানি সম্পদ উপমন্ত্রীর

ঊষার আলো
এপ্রিল ১২, ২০২১ ১১:১৭ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : শরিয়তপুর জেলায় পানি সম্পদ মন্ত্রণালয়ের উপমন্ত্রী একেএম এনামুল হক শামীম চারটি উন্নয়ন প্রকল্প উদ্বোধন করেছেন। সোমবার (১২ এপ্রিল) দুপুরে ছয় কোটি ৩৩ লাখ ৩৩ হাজার টাকা ব্যয়ে এ চারটি উন্নয়ন প্রকল্প উদ্বোধন করেন তিনি।
প্রকল্পগুলো হলো, শরীয়তপুরের নড়িয়া উপজেলায় দুই কোটি ৮৯ লাখ ২০ হাজার টাকা ব্যয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের ভবন, এক কোটি ৫৮ লাখ ১৩ টাকা ব্যয়ে ভোজেশ্বর ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স, ৬০ লাখ টাকা ব্যয়ে ভোজেশ্বর ইউনিয়ন ভূমি অফিসের ভবন, এক কোটি ২৬ লাখ টাকা ব্যয়ে আনাখণ্ড বেইলি ব্রিজ থেকে ভেনপা পর্যন্ত সড়ক সংস্কার।
উদ্বোধনকালে বাংলাদেশ সরকারের পানি সম্পদ মন্ত্রণালয়ের উপমন্ত্রী একেএম এনামুল হক শামীম বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় এসে শিক্ষা, চিকিৎসা, স্বাস্থ্য, সড়কসহ সবক্ষেত্রে উন্নয়ন করেছেন। তার নেতৃত্বেই বাংলাদেশ উন্নয়নের মহাসড়কে এগিয়ে যাচ্ছে। কোনো ষড়যন্ত্র করেই এ অগ্রযাত্রা থামানো যাবে না। উন্নত বিশ্বের রাষ্ট্রপ্রধানরাও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বের প্রশংসা করেছেন।
এ সময় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অনল কুমার দে, নড়িয়ার ইউএনও জয়ন্তী রূপা রায়, পৌর মেয়র আবুল কালাম আজাদ, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা একেএম ফজলুল হক মাল, সাধারণ সম্পাদক হাসানুজ্জামান খোকন, যুগ্ম সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম সিকদার, সাংগঠনিক সম্পাদক মিহির চক্রবর্তী, দফতর সম্পাদক শাহ আলম, উপজেলা ভাইস চেয়ারম্যান মো. জাকির হোসেন ব্যাপারী, ভোজেশ্বর ইউনিয়নের চেয়ারম্যান হাজী মো. নুরুল হক ব্যাপারী, জেলা পরিষদের সদস্য ও জাতীয় মহিলা সংস্থা শরীয়তপুরের চেয়ারম্যান অ্যাডভোকেট রওশন আরা বেগম সহ অন্যান্য নেতাকর্মী উপস্থিত ছিলেন।

(ঊষার আলো-এমএনএস)