ঊষার আলো রিপোর্ট : শরীয়তপুর-চাঁদপুর রুটের ঘন কুয়াশায় ৮ ঘণ্টা বন্ধ থাকার পর নরসিংহপুর ঘাটে ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে। সোমবার (৯ জানুয়ারি) সকাল ৮টা থেকে এই রুটে ফেরি চলাচল স্বাভাবিক হয়। এর আগে রাত ১১টা ৫০ মিনিটের সময় ফেরি চলাচল বন্ধ করা হয় বলে বিষয়টি জানান বিআইডব্লিউটিসি নরসিংহপুর ঘাটের সহ-ব্যবস্থাপক (বাণিজ্য) ইকবাল হোসেন।
ইকবাল হোসেন বলেন, ঘন কুয়াশার কারণে রাত থেকে ফেরি চলাচল বন্ধ করা হয়েছিল। রাতে নদীতে অনেক কুয়াশা পড়ে। এতে দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধ করা হয়। কুয়াশা কমাতে ফেরি চলাচল আবার স্বাভাবিক হয়েছে। প্রসঙ্গত, শরীয়তপুর চাঁদপুর রুটে ৭টি ফেরি চলাচল করে। পদ্মা সেতু খুলে দেওয়ার পর থেকে এই রুটে যানবাহনের চাপ কমেছে। তাই এই রুটে তিনটি ফেরি নিয়মিত চলাচল করছে।
ঊষার আলো-এসএ