UsharAlo logo
শনিবার, ১২ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৮শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

শহীদ এমএ গফুরের ৫০তম শাহাদাৎ বার্ষিকী পালিত

ঊষার আলো
জুন ৬, ২০২১ ৯:০৩ অপরাহ্ণ
Link Copied!

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি : বঙ্গবন্ধুর একান্ত সহোচর, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, ভাষাসৈনিক ও সাবেক এমএনএ শহীদ এম,এ গফুরের ৫০তম শাহাদাৎ বার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে উপজেলা আওয়ামী লীগ আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করে। রোববার (৬ জুন) বিকালে দলীয় কার্যালয়ে এমএ গফুরের জ্যেষ্ঠ ছেলে ও উপজেলা চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টুর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সাবেক ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ, আওয়ামী লীগনেতা বিভূতি ভূষণ সানা, উপজেলা কমিউনিটি পুলিশিং ফোরামের সভাপতি দাউদ শরীফ, যুবলীগনেতা এম,এম, আজিজুল হাকিম, ছাত্রলীগনেতা রায়হান পারভেজ রনি, শাহীন শাহ বাদশা, রাশেদুজ্জামান রাসেল, মাজহারুল ইসলাম মিঠুন, অহিদুজ্জামান, ফয়সাল আলম, আব্দুর রহিম, আজমাঈন আবরার জীম, রাকিব হোসেন, মিরাজুল ইসলাম, নাজমুল হোসেন, রমজান, আলিশা ও তারিম। দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন মাওঃ রইসুল ইসলাম। এছাড়া লোনাপানি কেন্দ্র জামে মসজিদ ও রাড়ুলী আল-হেরা মাদরাসা ও এতিমখানায় দোয়া অনুষ্ঠান এবং এতিমদের মাঝে খাবার বিতরণ করা হয়।

(ঊষার আলো-এমএনএস)