ঊষার আলো রিপোর্ট : বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪০তম শাহাদাৎবার্ষিকী পালনে দলীয় কার্যালয়ে মঙ্গলবার (২৫ মে) বেলা ১১টায় জেলা বিএনপির প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। মহামারী করোনা পরিস্থিতি বিবেচনায় রেখে কেন্দ্র ঘোষিত কর্মসূচির সাথে সামঞ্জস্য রেখে খুলনা মহানগর বিএনপির সাথে সমন্বয় করে জেলা বিএনপির কর্মসূচি পালিত হবে। অনুরুপভাবে জেলার উপজেলা ও পৌরসভা ইউনিটগুলোতে শহীদ জিয়ার শাহাদাৎ বার্ষিকীর বিস্তারিত কর্মসূচি পালনের আহবান জানানো হয়েছে।
জেলা বিএনপি’র সভাপতি এ্যাড. এসএম শফিকুল আলম মনার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ-সভাপতি শেখ আব্দুর রশিদ, আঃ রকিব মল্লিক, দপ্তর সম্পাদক মুর্শিদুর রহমান লিটন, প্রচার সম্পাদক ওয়াহিদুজ্জামান রানা, সেলিম সরদার, খায়রুল ইসলাম খান জনি, খন্দকার ফারুক হোসেন, জাফরি নেওয়াজ চন্দন, মনিরুজ্জামান লেলিন, শেখ হেমায়েত হোসেন, তানভিরুল আজম রুম্মান, কাজী মিজানুর রহমান, ওয়াইজউদ্দিন সান্টু ও হেলাল প্রমুখ। এছাড়া সভায় বৈশ্বিক মহামারী করোনার মধ্যেই প্রাকৃতিক বিপর্যয় ঘূর্ণিঝড় ‘ইয়াস’র প্রভাবে উপকূলীয় এলাকা কয়রা, দাকোপ ও পাইকগাছায় সম্ভাব্য ক্ষয়ক্ষতির পরিমাণ কমিয়ে হতদরিদ্র মানুষের পাশে থাকতে দলীয় নেতাকর্মীদের প্রতি আহবান জানিয়েছেন নেতৃবৃন্দ।
(ঊষার আলো-এমএনএস)