UsharAlo logo
সোমবার, ২৪শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ১১ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ

শাদের মরুভূমিতে ২৭ অভিবাসন প্রত্যাশীর মৃতদেহ

pial
ডিসেম্বর ১৫, ২০২২ ৩:৫৪ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : উত্তরমধ্য আফ্রিকার দেশ শাদের মরুভূমি থেকে চার শিশুসহ ২৭ অভিবাসন প্রত্যাশীর মরদেহ উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে যে, তারা তৃষ্ণায় মারা গেছে।

জাতিসংঘের অভিবাসন সংস্থা ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর মাইগ্রেশন (আইওএম) এই তথ্য জানিয়েছে। খবর: আল জাজিরা।
আইওএম বলেছে, এই অভিবাসন প্রত্যাশীরা একটি পিকআপ ভ্যানে করে ১৭ মাস আগে শাদের মধ্যাঞ্চলীয় শহর মুসোরো ছেড়েছিল। ধারণা করা হচ্ছে যে, পিকআপ ট্রাকটি গভীর মরুভূমিতে হারিয়ে যায়, পরে যান্ত্রিক সমস্যার ফলে অকেজো হয়ে পড়ে আর পরবর্তীতে তৃষ্ণায় তাদের মৃত্যু হয়।

চারদিকে স্থলবেষ্টিত দেশ শাদের সাথে উত্তরে লিবিয়ার সীমান্ত রয়েছে। আফ্রিকার অনেক অভিবাসন প্রত্যাশী এই সীমান্ত পার হয়ে ভূমধ্যসাগরের তীরে পৌঁছানোর চেষ্টা করে। শাদের বিশাল এলাকা সাহারা মরুভূমির অংশ ও যেখানে জনবসতি বিরল।

আইওএম জানায়, ২০১৪ সাল থেকে এখন পর্যন্ত সাহারা মরুভূমি পার হওয়ার চেষ্টাকালে ৫ হাজার ছয়শরও বেশি মানুষ মারা গেছেন ও নিখোঁজ হয়েছেন। চলতি বছর এখন পর্যন্ত ১৪৯ জনের মৃত্যু হয়েছে। এখন পর্যন্ত (২০১৪ সাল থেকে) শাদে ১১০ জন অভিবাসন প্রত্যাশীর মৃত্যু রেকর্ড করা হয়েছে। কিন্তু অনেক মৃত্যুর তথ্য নথিভুক্ত না হওয়ায় মৃতের সংখ্যা আরও বেশি হবে বলে ধারণা করা হচ্ছে।

(ঊষার আলো-এফএসপি)