UsharAlo logo
শনিবার, ২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

শার্শা সীমান্তে ১৬ স্বর্ণের বারসহ পাচারকারী আটক

usharalodesk
আগস্ট ১৭, ২০২২ ১২:৫৭ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো রিপোর্ট :যশোরের শার্শা সীমান্ত থেকে এক কেজি ৮৪৬ গ্রাম ওজনের ১৬টি স্বর্ণের বারসহ জনি (৪০) নামে এক পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশের সদস্যরা। বুধবার (১৭ আগস্ট) সকাল ৯টার দিকে শার্শার গোগা সীমান্ত থেকে তাকে আটক করা হয়।

আটক জনি বেনাপোল পোর্ট থানার ছোট আঁচড়া গ্রামের মিজানুর রহমানের ছেলে।খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তানভীর রহমান বলেন, বুধবার সকালে শার্শার গোগা সীমান্ত দিয়ে একটি স্বর্ণের চালান যাচ্ছে এমন খবর পেয়ে গোগা ক্যাম্পের সদস্যরা ওই এলাকার ইউনাইটেড মাধ্যমিক বিদ্যালয় এলাকায় অভিযান চালায়।

এ সময় জনি নামে এক স্বর্ণ পাচারকারীকে আটক করা হয়। পরে তার শরীরের মধ্যে কৌশলে লুকিয়ে রাখা ১৬ পিস স্বর্ণ জব্দ করা হয়। যার ওজন ১ কেজি ৮৪৬ গ্রাম। মূল্য প্রায় এক কোটি ৫৩ লাখ টাকা। জনিকে শার্শা থানায় সোপর্দ করা হয়েছে।

তিনি আরও বলেন, এ নিয়ে খুলনা ২১ বিজিবি গত ছয় মাসে সাড়ে ৮ কেজি সোনা আটক করেছে। এ সময় পাঁচজনকে আটক করা হয়। আটক করা সোনার বর্তমান বাজার মূল্য প্রায় ৬ কোটি টাকা।

ঊষার আলো-এসএ