UsharAlo logo
শনিবার, ১২ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৮শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

শাশুড়িকে উদ্ধার করতে গিয়ে ভেসে গেলেন জামাতা

ঊষার আলো
অক্টোবর ৭, ২০২৪ ১২:৪৭ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো রিপোর্ট : প্লাবিত হয়েছে ফুলপুর উপজেলা।  ওই এলাকায় স্রোতের কবল থেকে শাশুড়িকে উদ্ধার করতে গিয়ে ভেসে গেলেন তৌহিদুল ইসলাম উজ্জল (৩৫) নামে তার মেয়ে জামাই।  উপজেলার ছনধরা ইউনিয়নের হাটপাগলা গ্রামে রোববার এ ঘটনা ঘটেছে।

উজ্জল পাশের নকলা উপজেলার জালালপুর গ্রামের আমজত আলীর ছেলে।

জানা যায়, উজ্জল উপজেলার বন্যা প্লাবিত চিকনা গ্রাম থেকে শাশুড়িকে নিজ বাড়িতে নিয়ে যাচ্ছিলেন। হাটপাগলা পৌঁছালে রাস্তার ওপর পানির স্রোতে শাশুড়ি ভেসে যাওয়ার উপক্রম হন। পরে শাশুড়িকে উদ্ধার করতে গিয়ে নিজেই পানির স্রোতে ভেসে যান। সেনাবাহিনী ও ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল প্রায় ৮ ঘণ্টা চেষ্টা চালিয়ে ভাটিতে তার লাশের সন্ধান পেয়েছে।

উপজেলা নির্বাহী অফিসার এ বি এম আরিফুল ইসলাম ও সহকারী কমিশনার (ভূমি) মেহেদী হাসান ফারুক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

ঊষার আলো-এসএ