UsharAlo logo
বৃহস্পতিবার, ২৬শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১১ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

শাহজালালে অভিনব কৌশলে ইয়াবা পাচারকালে যাত্রী আটক

usharalodesk
মার্চ ২৩, ২০২১ ১১:৪০ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে মাথায় একদিনের ফের বিপুল পরিমাণে ইয়াবাসহ তৌহিদ আলম নামে এক যাত্রীকে আটক করা হয়েছে। বিমানবন্দর দিয়ে সৌদি আরব যাওয়ার সময় মঙ্গলবার (২৩ মার্চ) সন্ধ্যায় ১ হাজার ৪১৫ পিস ইয়াবাসহ তাকে আটক করে বিমানবন্দর এভিয়েশন সিকিউরিটির (এভসেক) সদস্যরা।
বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এএইচএম তৌহিদ-উল আহসান জানান, মঙ্গলবার (২৩ মার্চ) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সৌদি এয়ারলাইন্সের ফ্লাইটে তৌহিদ আলম নামে এক যাত্রী সৌদি আরব যাওয়ার জন্য বিমানবন্দরে আসেন। তার গতিবিধি সন্দেহজনক হওয়ায় ব্যাগ তল্লাশি করে টুথ পাউডারের কৌটা থেকে ১ হাজার ৪১৫ পিস ইয়াবা জব্দ করা হয়। পরবর্তী আইনানুগ ব্যবস্থা নিতে ইয়াবাসহ তাকে মাদকদ্রব নিয়ন্ত্রণ অধিদপ্তরের কাছে হস্তান্তর করা হয়।
উল্লেখ্য, এর আগে গত সোমবার তেতুলের আচারের বয়েমে করে ১০ হাজার পিস ইয়াবা নিয়ে সৌদি আরবে যাওয়ার সময় রাকিব হোসেন নামে এক যাত্রীকে বিমানবন্দর পুলিশ আটক করে বলেও তিনি।

(ঊষার আলো-এমএনএস)