UsharAlo logo
সোমবার, ১৪ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩০শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

শিক্ষকের ওপর শ্রেণিকক্ষেই গুলি ছুড়ল ৬ বছরের শিশু!

ঊষার আলো
জানুয়ারি ৭, ২০২৩ ১:১৫ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া অঙ্গরাজ্যের একটি এলিমেনটারি স্কুলের শ্রেণিকক্ষেই শিক্ষকের ওপর গুলি ছুড়েছে এক শিশু শিক্ষার্থী। এই ঘটনায় গুরুতর আহত হয়েছেন ওই শিক্ষক।

তবে এই হামলা কোনো শিক্ষার্থী আহত হয়নি বলে জানা গেছে।স্থানীয় পুলিশ প্রধান স্টিভ ড্রিউ জানিয়েছেন, হামলাকালী ও শিক্ষার্থীর বয়স ৬ বছর, বর্তমানে তাকে পুলিশ হেফাজতে রাখা হয়েছে। পুলিশ আরও জানিয়েছে আহত শিক্ষকের বয়স ৩০ বছর এবং তার জীবন সঙ্কটাপন্ন।

এই ঘটনায় বন্দুকের এমন যাচ্ছেতাই ব্যবহার ঠেকাতে স্থানীয় বাসিন্দাদের প্রতি আহ্বান জানিয়েছেন স্কুলটির সুপারিনটেনডেন্ট জর্জ পার্কার।স্কুলে বন্দুক হামলা যুক্তরাষ্ট্রে মহামারি আকার ধারন করেছে। গত বছরের মে মাসেও টেক্সাসের একটি স্কুলে বন্দুক হামলায় শিক্ষার্থী ও শিক্ষকসহ ২১ জন নিহত হয়েছে।

ঊষার আলো-এসএ