UsharAlo logo
শনিবার, ৫ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২১শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

শিক্ষাপ্রতিষ্ঠান দ্রুত খোলার নির্দেশ দিয়েছি : শেখ হাসিনা

ঊষার আলো
সেপ্টেম্বর ২, ২০২১ ১:৩৫ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : করোনার প্রকোপ কমে যাওয়ায় শিক্ষাপ্রতিষ্ঠান দ্রুত খুলে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে বলে জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আজ (বৃহস্পতিবার) একাদশ জাতীয় সংসদের চতুর্দশ অধিবেশনে বক্তব্যে এ কথা বলেন প্রধানমন্ত্রী। তিনি জানান, করোনার প্রকোপ কিছুটা কমেছে। তবে কমলেও সবাইকে সাবধানে থাকা উচিত। লকডাউন তুলে নিয়েছি। স্বাস্থ্যবিধিটা মেনে চলার জন্য সবাইকে অনুরোধ করব। দ্রুত স্কুল-কলেজ খুলে দেওয়ার জন্য ইতোমধ্যে নির্দেশ দিয়েছি। সেই ব্যবস্থা নেওয়াসহ শিক্ষকদের টিকা দেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, শিক্ষকদের সাথে সাথে স্কুলে কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের পরিবারের সবাইকে যেন টিকা দেওয়া হয়। বিভিন্ন সংস্থা বা স্বাস্থ্যকর্মী থেকে শুরু করে সবাইকে টিকা দেওয়ার ব্যবস্থা নিয়েছি আমারা। সরকার প্রধান আরও বলেন, ‘আর টিকার কোনো সমস্যা নেই। যেখান থেকে যতটুকু পারছি, আমরা নিয়ে আসছি।’

(ঊষার আলো-আরএম)