UsharAlo logo
সোমবার, ১৩ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৯শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

শিক্ষাবিদ প্রফেসর বি. করিম এর মৃত্যুতে খুবি উপাচার্যের শোক

koushikkln
জুলাই ১৬, ২০২১ ১১:০৯ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : খুলনা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস, বিএল কলেজের ইতিহাসহ বহুসংখ্যক গ্রন্থের প্রণেতা, সরকারি বিএল কলেজের অবসরপ্রাপ্ত শিক্ষক, বিশিষ্ট শিক্ষাবিদ, প্রফেসর মোঃ বজলুল করিম (বি. করিম) শুক্রবার (১৬ জুলাই) সকাল ৭টায় দৌলতপুরের পাবলা ২নং ক্রস রোডের বাসভবনে বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি … রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৩ বছর। তিনি স্ত্রী, দুই ছেলে ও এক কন্যাসহ অসংখ্য আত্মীয়-স্বজন, ছাত্রছাত্রী ও গুণগ্রাহী রেখে গেছেন।
খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মাহমুদ হোসেন একাধিক ইতিহাস গ্রন্থের প্রণেতা বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর মোঃ বজলুল করিম এর ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন। এক শোক বিবৃতিতে তিনি মরহুমের রুহের মাগফিরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়েছেন।
অনুরূপভাবে শোক প্রকাশ করেছেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. মোসাম্মাৎ হোসনে আরা, ট্রেজারার প্রফেসর সাধন রঞ্জন ঘোষ, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর খান গোলাম কুদ্দুস এবং জনসংযোগ ও প্রকাশনা বিভাগের পরিচালক (ভারপ্রাপ্ত) এস এম আতিয়ার রহমান।