UsharAlo logo
শনিবার, ১৮ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ

শিক্ষার্থীদের বিনামূল্যে কৈশোরবান্ধব স্বাস্থ্যসেবা

usharalodesk
সেপ্টেম্বর ১৬, ২০২৩ ৬:০১ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো রিপোর্ট : রাজধানীর সিভিল এভিয়েশন স্কুল অ্যান্ড কলেজের ২০০ শিক্ষার্থীকে বিনামূল্যে কৈশোরবান্ধব স্বাস্থ্যসেবা দিয়েছে ‘ডেভেলপমেন্ট রিসার্চ নেটওয়ার্ক’ (ডিনেট)। প্রতিষ্ঠানে অধ্যয়নরত ষষ্ঠ থেকে দশম শ্রেণির শিক্ষার্থীদের মধ্যে যৌন ও প্রজনন স্বাস্থ্য, পুষ্টি, বাল্যবিয়ে, স্বাস্থ্যবিধি এবং মানসিক স্বাস্থ্য সম্পর্কে সচেতনতা প্রদান করা হয়।

শনিবার দিনব্যাপী এ আয়োজনে আটজন চিকিৎসক, একজন মনোরোগ বিশেষজ্ঞ ও সংশ্লিষ্টরা শিক্ষার্থীদের এসব সেবা দেন। সরকারের শিক্ষা মন্ত্রণালয়, পরিবার পরিকল্পনা অধিদপ্তর ও স্বাস্থ্য অধিদপ্তরের পৃষ্ঠপোষকতায় এতে কারিগরি সহায়তা দিয়েছে ইউনিসেফ বাংলাদেশ।

সকালে সিভিল এভিয়েশন স্কুল অ্যান্ড কলেজের সভাপতি ডা. মাহবুবুল আলম তালুকদার কর্মসূচির উদ্বোধন করেন। এ সময় সরকারের পরিবার পরিকল্পনা অধিদপ্তরের প্রোগ্রাম ম্যানেজার ডা. মো. মনজুর হোসেন, ডিনেটের নির্বাহী পরিচালক এম শাহাদাত হোসেন, যুগ্ম পরিচালক আসিফ আহমেদ তন্ময়সহ সংশ্লিষ্ট প্রতিষ্ঠান এবং সরকারি দপ্তরের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

হেলথ ক্যাম্পে জাতীয় কিশোর-কিশোরী স্বাস্থ্য ওয়েবসাইট ও মোবাইল অ্যাপ সম্পর্কে শহরের কিশোর-কিশোরীদের ধারণা দেওয়া হয়। চিকিৎসকদের দিয়ে তাদের চক্ষু পরীক্ষাসহ প্রথমিক মেডিকেল চেকআপ এবং সচেতনতা সেশন পরিচালনা করা হয়। একজন শিক্ষাবিষয়ক মনোবিজ্ঞানী শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্যের বিষয়ে গুরুত্বপূর্ণ পরামর্শ দেন। জাতীয় কিশোর স্বাস্থ্য ওয়েবসাইটের ওরিয়েন্টেশন প্রদর্শন ও অংশগ্রহণকারী শিক্ষার্থীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেওয়া হয়।

ওরিয়েন্টেশন সভায় বলা হয়, বাংলাদেশ বিশ্বের অন্যতম বৃহত্তম এবং দ্রুত বর্ধনশীল কিশোর জনসংখ্যার দেশ। বাংলাদেশে মোট জনগোষ্ঠীর এক-পঞ্চমাংশ ১০ থেকে ১৯ বছর বয়সি; কিন্তু এই কিশোর-কিশোরীদের মধ্যে কৈশোরবান্ধব স্বাস্থ্যজ্ঞান আদান-প্রদান, সেবা চাওয়ার কার্যক্রম তুলনামূলক কম। সরকার গত কয়েক বছরে এই বয়সিদের বয়ঃসন্ধিকালীন স্বাস্থ্যসেবাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েছে। এ লক্ষ্যে ‘ন্যাশনাল অ্যাডোলেসেন্ট হেলথ স্ট্রাটেজি ২০১৭ থেকে ২০৩০’ কর্মসূচি হাতে নিয়েছে। সরকারের প্রচেষ্টাকে সমর্থন করে কিশোর-কিশোরীদের সুরক্ষায় ডিনেট এবং ইউনিসেফ শহরে হেলথ ক্যাম্প করছে। পর্যায়ক্রমে রাজশাহী ও খুলনায় এ ধরনের কর্মসূচি করা হবে। ক্যাম্পে অংশ নেওয়া শিক্ষার্থীদের ইউনিলিভার বাংলাদেশের সহায়তায় দৈনন্দিন ব্যবহার্য ট্রয়লেট্রিজ পণ্য দেওয়া হয়।

ঊষার আলো-এসএ