UsharAlo logo
বৃহস্পতিবার, ৫ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২০শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

শিক্ষার্থীরা বাড়তি ভাড়ার প্রতিবাদে অবরোধ করে সোনাডাঙ্গা বাস টার্মিনাল

ঊষার আলো প্রতিবেদক
ডিসেম্বর ৪, ২০২৪ ৭:২২ অপরাহ্ণ
Link Copied!

সোনাডাঙ্গা বাস টার্মিনালে সম্প্রতি দুটি ঘটনা উল্লেখযোগ্য। প্রথমত, পরিবহন শ্রমিকদের মধ্যে ক্ষোভের কারণে শিক্ষার্থীরা বাড়তি ভাড়ার প্রতিবাদে টার্মিনাল অবরোধ করে। এর ফলে টার্মিনাল থেকে কোনো বাস ছাড়েনি এবং টার্মিনালে ঢুকতে পারেনি ।

খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীকে লাঞ্ছনার ঘটনাকে কেন্দ্র করে সোনাডাঙ্গা বাস টার্মিনাল এলাকায় উত্তেজনা দেখা দিয়েছে। গোপালগঞ্জ থেকে আসা রাজীব পরিবহনের একটি বাসে ভাড়া নিয়ে তর্কাতর্কির পর ওই শিক্ষার্থীকে মারধর করা হয়। এই খবর ছড়িয়ে পড়লে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা টার্মিনাল অবরোধ করেন।

পরিস্থিতি আরও উত্তপ্ত হয় যখন পরিবহন শ্রমিকরা সেখানে উপস্থিত শিক্ষার্থীদের ওপর হামলা চালায়, যার ফলে অন্তত ছয়জন শিক্ষার্থী এবং দুইজন শিক্ষক আহত হন। দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে, যা পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে দেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সেনা, নৌবাহিনী, বিজিবি, এবং পুলিশের সদস্যরা মোতায়েন করা হয়েছে

ঊ/আ-এইচআর