UsharAlo logo
বুধবার, ২৬শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ | ১২ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

শিবসা নদী থেকে বিপুল পরিমাণ নেট জাল ও পোনা জব্দ 

পাইকগাছা ( খুলনা)  প্রতিনিধি
মে ২২, ২০২৪ ৭:৫৪ অপরাহ্ণ
Link Copied!

সামুদ্রিক জলসীমায় মৎস্য আহরণ নিষেধাজ্ঞা কার্যকর করতে শিবসা নদীতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ নেট জাল ও পোনা জব্দ করা হয়েছে।
উপজেলা  মৎস্য দপ্তর থেকে বুধবার দুপুরে পাইকগাছার সোলাদানা সংলগ্ন শিবসা নদীতে অভিযান পরিচালনা করেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সৈকত মল্লিক। এসময় নদী থেকে বিপুল পরিমাণ নিষিদ্ধ নেট জাল ও বিভিন্ন প্রজাতির পোনা জব্দ করা হয়। পরে জব্দকৃত পোনা নদীতে অবমুক্ত এবং নেট জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।
এসময় উপস্থিত ছিলেন মেরিন ফিশারিজ কর্মকর্তা কাওছার আহমেদ আকন ও ক্ষেত্রসহকারী রণধীর সরকার। উল্লেখ্য ২০ মে থেকে ২৩ জুলাই পর্যন্ত ৬৫ দিন বঙ্গোপসাগর এবং সামুদ্রিক জলসীমায় সব ধরনের মাছ আহরণ বন্ধ করেছে সরকার।