UsharAlo logo
রবিবার, ১২ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৮শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

শিবালয়ে বাস-ট্রাক সংঘর্ষে প্রাণ গেল ৩ নারী পোশাককর্মীর

usharalodesk
সেপ্টেম্বর ২৬, ২০২৪ ১১:৩৭ পূর্বাহ্ণ
Link Copied!

ঊষার আলো রিপোর্ট : মানিকগঞ্জের শিবালয়ে বাস ও ট্রাক মুখোমুখি সংর্ঘষে তিন নারী পোশাক শ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরো ২৫ জন গুরুতর আহত হয়েছেন। পরে আহতদের উদ্ধার করে স্থানীয় বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়ে।

বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) সকাল ৭টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের উপজেলার বোয়ালী ব্রিজের কাছে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, শিবালয়ের সমেজ ঘর এলাকার সাব্বির হোসেনের স্ত্রী সাবিনা আক্তার(২৫), ইকবাল হোসের স্ত্রী বৃথী আক্তার (২৮), বাতেন শেখের স্ত্রী ফুলি বেগম (৩০)।

বরংগাইল হাইওয়ে পুলিশের সার্জেন্ট মো. আনোয়ার হোসেন জানান, মানিকগঞ্জের নয়াডিঙ্গি এলাকার তারাসীমা গার্মেন্টসের শ্রমিকবাহী বাসের বিপরীত দিক থেকে আসা পাথর বোঝাই একটি ট্রাকের মুখোমুখি সংর্ঘষ হয়। এতে ঘটনাস্থলে বাসে থাকা সাবিনা আক্তার নিহত হয়। পরে হাসপাতালে নেওয়ার পর বৃথী ও ফুলি বেগম নামে আরো দুজন মারা যান।

তিনি আরো জানান, এ ঘটনায় নিহতদের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে। আর আহতদের মানিকগঞ্জ ও ঢাকার বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে।

ঊষার আলো-এসএ