UsharAlo logo
শনিবার, ১০ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৭শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

শিমুলিয়া ও মাঝিকান্দি রুটে ফেরি পারাপার স্বাভাবিক

pial
জুন ২০, ২০২২ ১০:১২ পূর্বাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেক্স : তীব্র স্রোতের কারণে রাত থেকে শরীয়তপুরের শিমুলিয়া-মাঝিকান্দি রুটে ফেরি চলাচল বন্ধ ছিল। তবে সোমবার (২০ জুন) সকাল থেকে ফেরি চলাচল শুরু হয়েছে বলে জানিয়েছেন বিআইডব্লিউটিসির মাঝিকান্দি ঘাটের ব্যবস্থাপক মো. সালাউদ্দিন।

তিনি জানান, নদীতে পানি বৃদ্ধি ও তীব্র স্রোতের কারণে ফেরি চলাচলে বিঘ্ন ঘটায় রাতে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছিল। ৭ ঘণ্টা পর সকাল থেকে ফেরি চলাচল শুরু হয়েছে।

বিআইডব্লিউটিসির সূত্রে জানা যায়, রাতে শিমুলিয়া এবং কাওড়াকান্দি ঘাটের ফেরি চলাচল বন্ধ থাকে। রবিবার (১৯ জুন) সন্ধ্যার পর থেকে নৌপথের বিভিন্ন স্থানে স্রোত ও ঢেউয়ের কারণে চালকদের ফেরি চালাতে বেশ সমস্যা হচ্ছিল। ফলে সন্ধ্যায় যে সকল ফেরি জাজিরা প্রান্তের সাত্তার মাদবর-মঙ্গলমাঝির ঘাটে গিয়েছিল, সেগুলো শিমুলিয়ায় ফেরার পর থেকেই ফেরি চলাচল বন্ধ করে দেওয়া হয়।

(ঊষার আলো-এসএইস)