UsharAlo logo
মঙ্গলবার, ১লা জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

শিমুলিয়া-বাংলাবাজার নৌরুটে ফেরি বন্ধ

ঊষার আলো
জুলাই ২৯, ২০২১ ১:৫৮ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : বৈরী আবহাওয়ায় শিমুলিয়াবাংলাবাজার নৌরুটে সব রকমের ফেরি চলাচল বন্ধ ঘোষণা করেছেন কর্তৃপক্ষ বৃহস্পতিবার (২৯ জুলাই) বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডাব্লিউটিসি) শিমুলিয়াঘাট ব্যবস্থাপক (বাণিজ্য) মো. ফয়সাল এই বিষয়টি নিশ্চিত করেন

তিন জানান, ‘সকাল থেকে নৌরুটে ৭টি ফেরি যোগে যানবাহন এবং যাত্রী পারাপার হলেও দুপুর ১২টায় পদ্মায় তীব্র স্রোত বাতাসে নদী উত্তাল হতে শুরু করলে ফেরি চালা চলা বন্ধ ঘোষণা করা হয়। বাতাসের কারণে যে পর্যন্ত নদী উত্তাল থাকবে সেই পর্যন্ত ফেরি চলাচল বন্ধ থাকবে। ফেরি বন্ধ থাকায় ঘাটে ১০০ থেকে ১৫০টি যানবাহন পারাপারের অপেক্ষায় আছে

বৃহস্পতিবার ভোর থেকে শিমুলিয়াবাংলাবাজার নৌরুটে ফেরিতে যাত্রী এবং ব্যক্তিগত গাড়ির ভিড় ছিল। সরকার ঘোষিত বিধিনিষেধ উপেক্ষা করে কয়েক দিনের ন্যায় আজও ঢাকায় ফিরছেন দক্ষিণাঞ্চলের শত শত কর্মজীবী মানুষ

(ঊষার আলোআরএম)