ফুলবাড়ীগেট (খুলনা) প্রতিনিধি : মাস্ক পরার অভ্যেস, করোনামুক্ত বাংলাদেশ- এই স্লোগানকে সামনে রেখে ২১ মার্চ থেকে দেশব্যাপী জনগণকে মাস্ক পরায় উদ্বুদ্ধকরণ কর্মসূচি শুরু করেছে বাংলাদেশ পুলিশ। চলমান কর্মসূচির লক্ষ্য হলো জনগণের মধ্যে মাস্ক পরা ও স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য তাদের উদ্বুদ্ধ ও অনুপ্রাণিত করা। এ কর্মসূচীর অংশ হিসেবে পুলিশ ট্রেনিং সেন্টার খুলনার পক্ষে মুহাঃ আশরাফুজ্জামান, বিপিএম, কমান্ড্যান্ট শিরোমনি খুলনা শহীদ মিনার চত্বরের সামনে বৃহস্পতিবার (৮ এপ্রিল) সকাল সাড়ে ১০টায় জনসাধারণের মাঝে মাস্ক , লিফলেট বিতরণ ও বিভিন্ন পরিবহনে স্টিকার লাগানো হয়। এসময় উপস্থিত ছিলেন পিটিসি, খুলনার ডেপুটি কমান্ড্যান্ট, হাবিবুর রহমান খান, পুলিশ সুপার (প্রশাসন), শুক্লা সাহা, পুলিশ সুপার (ট্রেনিং), মোঃ রবিউল ইসলামসহ পুলিশ ট্রেনিং সেন্টার খুলনার ঊর্ধ্বতন কর্মকর্তা ও পুলিশ সদস্যবৃন্দ। এছাড়া আরও উপস্থিত ছিলেন খানজাহান আলী থানার অফিসার ইনচার্জ প্রবীর কুমার বিশ্বাস এবং থানার অফিসারবৃন্দ।
করোনা ভাইরাস মোকাবেলায় সকলকে সচেতন হওয়ার আহবান জানিয়ে কমান্ড্যান্ট মুহাঃ আশরাফুজ্জামান বলেন, বাংলাদেশে বর্তমান করোনার প্রাদুর্ভাব উর্ধ্বমূখী হওয়ায় আইজিপির নির্দেশে গত (২১শে মার্চ) থেকে সারা দেশে করোনা বিরোধী ক্যাম্পেইন শুরু হয়েছে। তিনি বলেন খুলনার বিভিন্ন পয়েন্টে পুলিশ বিভাগের সদস্যরা জনসাধারণের মাঝে মাস্ক বিতরণ করছে। করোনা মোকাবেলায় সবাইকে মিলেমিশে একসাথে কাজ করে যাওয়ার আহবান জানান তিনি।
(ঊষার আলো-এমএনএস)