UsharAlo logo
শুক্রবার, ১০ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৬শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতায় খুলনা বিভাগে প্রথম কেশবপুরের রাজদীপ

koushikkln
অক্টোবর ১৯, ২০২১ ৭:৫৫ অপরাহ্ণ
Link Copied!

কেশবপুর (যশোর) প্রতিনিধি :  জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর কনিষ্ঠ পুত্র শেখ রাসেল-এর ৫৭ তম জন্মবার্ষিকী ও শেখ রাসেল দিবস-২০২১ উদযাপন উপলক্ষে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় আয়োজিত কেশবপুর উপজেলা, যশোর জেলা ও খুলনা বিভাগীয় পর্যায়ে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতায় কেশবপুর উপজেলা মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ২য় শ্রেণির ছাত্র রাজদীপ দত্ত ‘ক’ বিভাগে প্রথম স্থান অধিকার করেছে।
এছাড়া, শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতায় কেশবপুর সরকারি পাইলট উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের ৭ম শ্রেণীর ছাত্রী জয়িতা দত্ত (দোলা) ‘গ’ বিভাগে কেশবপুর উপজেলায় প্রথম ও জেলা পর্যায়ে দ্বিতীয় স্থান অধিকার করেছে। তারা উপজেলার কমলাপুর সরকারী প্রাথমিক  বিদ্যালয়ের প্রধান শিক্ষক দেবদুলাল দত্ত ও কেশবপুর মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা প্রতিমা দেবনাথর ছেলে ও মেয়ে  এবং দৈনিক গ্রামের কাগজের মঙ্গলকোট প্রতিনিধি পরেশ দেবনাথের নাতি ও নাতনী। তারা সকলের কাছে দোয়া/ আশির্বাদ প্রার্থনা করেছেন।