UsharAlo logo
সোমবার, ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

শিশু শ্রম প্রতিরোধে করনীয় বিষয়ে বাগেরহাটে মিট দ্যা প্রেস কর্মসুচী পালন

pial
মে ৩১, ২০২২ ৩:৫৬ অপরাহ্ণ
Link Copied!

বাগেরহাট প্রতিনিধি : বাগেরহাটসহ দক্ষিনা লে দারিদ্রতার কারনে শিশু শ্রম বেড়ে যাওয়ায় তা নিরসনে করনীয় বিষয় নিয়ে বাগেরহাটের সংবাদ কর্মীদের সাথে মিট দ্যা প্রেস কর্মসুচী করেছে ইনসিডিন বাংলাদেশ নামের একটি বেসরকারি সংস্থা। মঙ্গলবার দুপুরে জেলা শহরের খারদ্বার উদয়ন বাংলাদেশ কার্য্যলয়ে আয়োজিত মিট দ্যা প্রেসে শিশু শ্রম নিরসনের বিষয়ে সরকার ও রাষ্ট্রের করনীয় বিষয়ে উন্মুক্ত আলোচনা করা হয়।

উদয়ন বাংলাদেশের প্রধান নির্বাহী ইসরাত জাহানের সভাপতিত্বে আলোচনার বিষয়বস্তু তুলে ধরেন ইনডিডিন বাংলাদেশের অ্যাডভোকেট রফিকুল আলম। বক্তব্য রাখেন প্রেস ক্লাবের সভাপতি নীহার রঞ্জন সাহাসহ আহাদ উদ্দিন হায়দার, বাবুল সরদার, আজাদুল হক, এম আকবর টুটুল, অধ্যাপক মাহফিজুর রহমান প্রমূখ। আলোচকরা বলেন, সরকারের দেয়া প্রচলিত বিধি বিধান যথাযতভাবে পালন ও শিশুশ্রম পরিবীক্ষন কমিটি সক্রিয় হলে শিশু শ্রম অনেকটাই হ্রাস পাবে।

(ঊষার আলো-এফএসপি)