UsharAlo logo
বৃহস্পতিবার, ১৩ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৮শে ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ

শীতলক্ষ্যায় শিশুসহ ভেসে উঠল আরও ৫ মৃতদেহ

ঊষার আলো
এপ্রিল ৬, ২০২১ ১:০৩ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো রিপোর্ট : নারায়ণগঞ্জে শীতলক্ষ্যা নদীতে লঞ্চডুবির ঘটনায় ১ শিশুসহ আরও পাঁচজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। ৬ এপ্রিল মঙ্গলবার ভোর থেকে সকাল পর্যন্ত কয়লাঘাট এলাকা থেকে মরদেহগুলো উদ্ধার হয়েছে। লঞ্চডুবির ঘটনায় এখন পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৩৫ জন।
পুলিশ ও স্থানীয়রা বলছে, সদর উপজেলার কয়লাঘাট এলাকায় শীতলক্ষ্যা নদীতে লঞ্চডুবির ঘটনাস্থলে মঙ্গলবার ভোর থেকে ৯ বছর বয়সী ১ শিশুসহ আরও ৫ টি মৃতদেহ ভেসে ওঠেছে। পরে স্থানীয়রা ৩ টি মরদেহ উদ্ধার করেন। খবর পেয়ে নারায়ণগঞ্জ নৌ-থানা পুলিশ গিয়ে অপর ২ টি মরদেহ উদ্ধার করেন। নিখোঁজদের স্বজনরা এসে শনাক্ত করলে মরদেহগুলো জেলা প্রশাসনের পক্ষ থেকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। তাদের সবার বাড়ি মুন্সিগঞ্জ জেলায়। এ সময়ে স্বজনদের আহাজারিতে এলাকার পরিবেশ ভারী হয়ে উঠে।
গত রোববার বিকেল ৫টা ৫৬ মিনিটে নারায়ণগঞ্জ কেন্দ্রীয় লঞ্চ টার্মিনাল থেকে সাবিত আল হাসান নামের লঞ্চটি অর্ধশতাধিক যাত্রী নিয়ে মুন্সিগঞ্জের উদ্দেশে ছেড়ে যায়। সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে লঞ্চটি সদর উপজেলার কয়লাঘাট এলাকায় গেলে একটি বালুবাহী বাল্কহেডের (কার্গো) ধাক্কায় শীতলক্ষ্যা নদীতে তলিয়ে যায়। এ ঘটনায় সোমবার লঞ্চটি উদ্ধারসহ রাত পর্যন্ত ঘটনাস্থল থেকে ৩০ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। লঞ্চডুবির ঘটনায় আরও কয়েকজন নিখোঁজ রয়েছে বলে স্বজনরা দাবি করছে।

(ঊষার আলো- এম.এইচ)