UsharAlo logo
শুক্রবার, ৪ঠা জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২০শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

শীর্ষস্থান হারালেন সাকিব, মোস্তাফিজ-নাসুমের উন্নতি

ঊষার আলো
সেপ্টেম্বর ১৫, ২০২১ ৬:৫০ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : আইসিসির সর্বশেষ টি-টোয়েন্টি অলরাউন্ডার র‍্যাংকিংয়ে নিজের শীর্ষস্থান হারিয়েছেন সাকিব আল হাসান। আফগানিস্তানের মোহাম্মদ নবীর কাছে তার শীর্ষস্থান হারিয়ে নেমে গেছেন দুইয়ে।

কিন্তু বোলারদের র‍্যাংকিংয়ে উন্নতি ঘটেছে মোস্তাফিজুর রহমান ও নাসুম আহমেদের। আর সেরা দশে নিজ জায়গা করে নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক মাহমুদউল্লাহ।

বোলিং র‌্যাংকিংয়ে দুই ধাপ এগিয়ে ৮ নম্বরে চলে এসেছেন ‘দ্য ফিজ’। আর বোলিং তালিকায় সাকিব রয়েছেন নয়ে। কিন্তু টি-টোয়েন্টি বোলিং র‌্যাংকিংয়ে চোখে পড়ার মতো উন্নতি হয়েছে বাঁহাতি স্পিনার নাসুম আহমেদের। তিনি আরও ২৫ ধাপ এগিয়ে চলে এসেছেন ১৫ নম্বরে।

তবে অলরাউন্ডার র‌্যাংকিংয়ে সাকিব হারিয়েছেন মূল্যবান ১৬ রেটিং পয়েন্ট। ২৭৫ রেটিং পয়েন্ট নিয়ে তিনি নেমে গেছেন দুইয়ে। আর শীর্ষে উঠে যাওয়া আফগান অলরাউন্ডার নবীর সংগ্রহ সাকিবের চেয়ে দশ পয়েন্ট বেশি ২৮৫ পয়েন্ট। আর এই র‌্যাংকিংয়ে দশ নম্বরে টাইগার অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ।

(ঊষার আলো-এফএসপি)