UsharAlo logo
বুধবার, ২৩শে জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ৮ই শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

শুক্রবার সুনামগঞ্জে ‘জুলাই পদযাত্রা’ করবেন নাহিদ হাসনাত জারারা

ঊষার আলো রিপোর্ট
জুলাই ২৩, ২০২৫ ৪:১০ অপরাহ্ণ
Link Copied!

আগামী ২৫ জুলাই (শুক্রবার) সুনামগঞ্জে ‘জুলাই পদযাত্রা’ কর্মসূচি পালন করবে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। ওইদিন পদযাত্রা শেষে বেলা ৩টার দিকে শহরের ট্রাফিক পয়েন্টে সমাবেশ করবে তারা।

বুধবার (২৩ জুলাই) সকাল ১১টার দিকে শহীদ জগৎজ্যোতি পাঠাগারে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে তথ্যগুলো জানায় এনসিপির সুনামগঞ্জ জেলার প্রধান সমন্বয়কারী দেওয়ান সাজাউর রাজা চৌধুরী সুমন।

তিনি বলেন, গনঅভ্যুত্থানের অগ্নিগর্ভ থেকে জন্ম নেওয়া এনসিপি আগামী ২৫ জুলাই সুনামগঞ্জে জুলাই পদযাত্রা কর্মসূচি করবে। যাদের নেতৃত্বে ফ্যাসিবাদী শাসনের অবসান হয়েছে, তারা প্রথমবারের মত সুনামগঞ্জে আসছেন।  সুনামগঞ্জবাসীকে পদযাত্রায় অংশ নেওয়ার জন্য আহ্বান জানান তিনি।

এনসিপির জেলা যুগ্ম সমন্বয়ক আবু সালেহ মোহাম্মদ নাসিম বলেন, ২৪ জুলাই রাতে এনসিপির কেন্দ্রীয় নেতারা সুনামগঞ্জে রাত্রিযাপন করবেন। ২৫ জুলাই শহরের মডেল মসজিদে জুমার নামাজ শেষে পদযাত্রা শুরু হবে। পদযাত্রাটি মডেল মসজিদ থেকে কালীবাড়ি হয়ে পুরাতন বাসস্ট্যান্ডের দিকে রওয়ানা হয়ে ট্রাফিক পয়েন্টে শেষ হবে।

জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তিতে দেশজুড়ে জুলাই পদযাত্রা করছে এনসিপি। ইতোমধ্যে দেশের বিভিন্ন স্থানে পদযাত্রা নিয়ে গিয়েছে দলটি। তারই ধারাবাহিকতায় ২৫ জুলাই সুনামগঞ্জ আসছে পদযাত্রা।

ঊষার আলো-এসএ