UsharAlo logo
শনিবার, ১৯শে জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ৪ঠা শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

শুধু নির্বাচনের জন্য এই আন্দোলন করেনি: মুফতি রেজাউল করিম

ঊষার আলো রিপোর্ট
জুলাই ১৯, ২০২৫ ৩:১৬ অপরাহ্ণ
Link Copied!

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম (পীর সাহেব চরমোনাই) বলেছেন, গণঅভ্যুত্থান অনেক মানুষ নিহত ও আহত হয়েছে। তারা শুধু নির্বাচনের জন্য এই আন্দোলন করে নাই। তরুণ সমাজকে বলবো- চাঁদাবাজি, খুন, দুনীতির সহযোগী হবেন না। পিআর পদ্ধতির বিকল্প যদি কেউ চিন্তা করে তাহলে সে দেশ প্রেমিক হতে পারে না।

শুক্রবার (১৮ জুলাই) বাদজুমা দলের জেলা ও মহানগর কমিটির আয়োজনে নগরীর ডিআইটি মসজিদের সামনে এক সমাবেশ তিনি এসব কথা বলেন।

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির বলেন, মানুষ এখন ইসলামী শাসন দেখতে চায়। আমি এখানে আসার পর অনেক হিন্দু ভাইয়েরা আমাকে বলেছে- আগস্টের পর ওলামা ভাইয়েরা আমাদের মন্দির পাহারা দিয়েছে। ঢাকার সমাবেশেও বিভিন্ন ধর্মের ভাইয়েরা আমাদের সঙ্গে সংহতি জানিয়েছেন।

সভায় বক্তব্য রাখেন- ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র যুগ্ম-মহাসচিব গাজী আতাউর রহমান, মহানগর কমিটির সভাপতি মুফতি মাসুম বিল্লাহ, জামায়াতে ইসলামীর মজলিশে সুরার সদস্য মাওলানা মঈনুদ্দিন আহমাদ, বাংলাদেশে জামায়াতে ইসলামী নারায়ণগঞ্জ মহানগরীর সভাপতি আব্দুল জাব্বার, খেলাফত মজলিশের সহকারী যুগ্ম মহাসচিব সিরাজুল মামুন ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগর সহ-সভাপতি নুর হোসেন, জয়েন্ট সেক্রেটারি ডা. সাইফুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মাওলানা শামসুল আলম, প্রচার ও দাওয়াহ সম্পাদক বিলাল খান, প্রশিক্ষণ সম্পাদক মাহদি হাসান, জেলার সহ-সভাপতি মুহাম্মদ শফিকুল ইসলাম, মুহাম্মদ ওমর ফারুক, সেক্রেটারি মুহাম্মদ জাহাঙ্গীর কবির, জয়েন্ট সেক্রেটারি আমান উল্লাহ, এসিস্ট্যান্ট সেক্রেটারি ফারুক আহমেদ মুন্সি, ছাত্র যুব বিষয়ক সম্পাদক মুহাম্মদ যোবায়ের হোসেন, জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ সভাপতি মুফতি আবদুল হাকিম আদ দিফায়ী, শিক্ষক ফোরাম নারায়ণগঞ্জ জেলা সভাপতি মাওলানা রেজাউল করিম, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগর সভাপতি মুহাম্মদ শাহীন আদনান, ইসলামী আন্দোলনের দপ্তর সম্পাদক লোকমান হোসেন জাফরিসহ নেতারা।

ঊষার আলো-এসএ