UsharAlo logo
বুধবার, ১৮ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৩রা পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

শেখ মুজিবের ছবি সম্বলিত ব্যানারে বিজয় দিবস উদযাপন

usharalodesk
ডিসেম্বর ১৭, ২০২৪ ৩:০৬ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো রিপোর্ট : বান্দরবানে অন্তর্বর্তী সরকার নির্ধারিত ব্যানার ব্যবহার না করে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি সম্বলিত ব্যানার ব্যবহার করে বিজয় দিবস উদযাপন করেছে আলীকদম সোনাইছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়। এ নিয়ে মিশ্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন নাগরিকরা৷

এ ঘটনায় সোনাইছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মোকাম্মেল আমিন কুতুবীকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছেন আলীকদম উপজেলা শিক্ষা কর্মকর্তা।

সোমবার মহান বিজয় দিবস-২০২৪ উদযাপনের সময় ব্যবহৃত ব্যানারে শেখ মুজিবুর রহমানের ছবি সম্বলিত ব্যানারটি ব্যবহার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন আলীকদম উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. মোশারফ হোসেন খান।

কারণ দর্শানোর নোটিশে বলা হয়, ‘আপনার কর্মরত বিদ্যালয়ে সরকার নির্ধারিত ব্যানার ব্যবহার না করে শেখ মুজিবুর রহমান এর ছবি সম্বলিত ব্যানার ব্যবহার করেছেন। আপনার এ ধরণের আচরণ সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা ২০১৮ এর বিধি লঙ্ঘনের শামিল।’

নোটিশে আরও বলা হয়, ‘এমতাবস্থায়, আপনার বিরুদ্ধে কেন বিভাগীয় ব্যবস্থা গ্রহণের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে সুপারিশ করা হবে না তা পত্র প্রাপ্তির তিন কর্মদিবসের মধ্যে সন্তোষজনক লিখিত জবাব নিম্নস্বাক্ষরকারীর নিকট দাখিল করতে অনুরোধ করা হলো।

স্থানীয় আলীকদম উপজেলার পরিষদের সাবেক চেয়ারম্যান ও পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের সিনিয়র নেতা আবুল কালাম বলেন, এটি খুবই দুঃখজনক এবং নিন্দনীয় কাজ। প্রধান শিক্ষকের এমন কর্মকাণ্ডে সব শিক্ষকরা আজ প্রশ্নবিদ্ধ। কোমলমতি শিক্ষার্থীদের মাঝেও প্রতিক্রিয়া দেখা দিয়েছে। এ ঘটনার তদন্ত পূর্বক শাস্তির দাবি জানাচ্ছি।

ঊষার আলো-এসএ