শেখ রেহানার স্বামী শফিক সিদ্দিক এবং দেবর সাবেক প্রধানমন্ত্রীর নিরাপত্তাবিষয়ক উপদেষ্টা তারিক সিদ্দিকীর গাজীপুর সদরের জমিসহ ১০ তলা ভবন জব্দের আদেশ দেওয়া হয়েছে। ওই সম্পদের মূল্য প্রায় ১৫ কোটি টাকা।
দুদকের উপপরিচালক মনিরুল ইসলাম জমিসহ বাড়ি জব্দের আবেদন করেন। আবেদনে বলা হয়, শফিক সিদ্দিক ও তারিক সিদ্দিকের বিরুদ্ধে জ্ঞাতআয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগের অনুসন্ধান চলমান। অনুসন্ধানকালে জানা যায়, তারা স্থাবর সম্পদগুলো অন্যত্র হস্তান্তর, স্থানান্তর বা বেহাত করার চেষ্টা করছেন।
অভিযোগের সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তারা যাতে সম্পদ বা সম্পত্তির মালিকানা পরিবর্তন/স্থানান্তর বা অন্য কোনো প্রক্রিয়ায় হস্তান্তর করতে না পারেন এ মর্মে জব্দের আদেশ প্রয়োজন।
ঊষার আলো-এসএ