ঊষার আলো ডেস্ক : ময়মনসিংহের ভালুকা উপজেলায় শান্ত আহম্মেদ হৃদয় (২৫) নামের এক যুবককে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে নিয়ে ফেসবুকে কুরুচিপূর্ণ বক্তব্য ও ছবি পোস্ট করায় পুলিশে সোপর্দ করা হয়েছে।
সোমবার (৫ এপ্রিল) বিকেলে উপজেলার বিরুনীয়া বাজার থেকে তাকে ধরে পুলিশে সোপর্দ করে বিরুনীয়া ইউনিয়ন আওয়ামী লীগ ও যুবলীগের নেতাকর্মীরা। আটক শান্ত আহম্মেদ হৃদয় বিরুনীয়া ইউনিয়নের আবদুল মোহার ছেলে। এ বছর এইচএসসি পাস করেছেন তিনি।
বিরুনীয়া ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আবু বক্কর সিদ্দিক বলেন, ‘এই ছেলেটা (শান্ত) স্থানীয় ছাত্রদলের রাজনীতির সাথে জড়িত। সে আমাদের নেত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রীকে জড়িয়ে তার ব্যক্তিগত ফেসবুকে অশ্লীল, কুরুচিপূর্ণ, মানহানীকর ছবি ও লেখা পোস্ট করেছে একাধিকবার। এতে আমাদের স্থানীয় আওয়ামী লীগ ও যুবলীগের নেতাকর্মীরা ক্ষুদ্ধ হয়। আজকে তাকে ধরে এনে পুলিশে সোর্পদ করা হয়েছে।’
ভালুকা মডেল থানার উপপরিদর্শক (এসআই) মতিউর রহমান বলেন, ‘ওই ছেলেকে ধরে এনে থানায় রাখা হয়েছে। তথ্য যাচাই-বাছাই ও মোবাইল উদ্ধার করতে আমরা বিরুনীয়ায় অভিযান চালাচ্ছি।’
(ঊষার আলো-এমএনএস)