UsharAlo logo
শুক্রবার, ১০ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৬শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

শেখ হাসিনা সরকার ক্ষমতায় আছে বলেই দেশে  উন্নয়ন হচ্ছে : এমপি শাহীন চাকলাদার 

koushikkln
জানুয়ারি ৩০, ২০২২ ১০:১৭ অপরাহ্ণ
Link Copied!

পরেশ দেবনাথ, কেশবপুর (যশোর) : যশোর-৬ আসনের সংসদ সদস্য ও যশোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন চাকলাদার বলেছেন, শেখ হাসিনা সরকার ক্ষমতায় আছে বলেই দেশে এত উন্নয়ন। দেশে উন্নয়ন হচ্ছে বলে বিএনপিসহ স্বাধীনতা বিরোধী কুচক্রী মহল বিদেশীদের কাছে সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার ষড়যন্ত্র করে যাচ্ছে।
রবিবার (৩০ জানুয়ারি) বিকেলে স্থানীয় সরকার প্রকৌশলী অধিদপ্তরের বাস্তবায়নে ৮৯ লাখ টাকা ব্যায়ে কেশবপুর উপজেলার আওয়ালগাতী সরকারী প্রাথমিক বিদ্যালয় ও ৮৯ লাখ টাকা ব্যায়ে তেঘরী  সরকারী প্রাথমিক বিদ্যালয়ের নব-নির্মিত দ্বিতল ভবন উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য তিনি একথা বলেন।
তিনি আরও বলেন, শেখ হাসিনা সরকারের ভিশন ২০২১ ঘোষণায় দেশ মধ্যম আয়ের দেশে উন্নীত হয়েছে এবং আগামী ২০৪১ এ উন্নত দেশ হবে। স্বাধীনতা বিরোধীরা জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যা করে গত ২১ বছর দেশ লুটপাট করে খেয়েছে। আজ জাতির জনকের কন্যা শেখ হাসিনা সরকার ক্ষমতায় আছে বলে দেশে উন্নয়নের ধারা অব্যাহত রয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার এম এম আরাফাত হোসেনের সভাপতিত্বে ও উপজেলা আওয়ামী লীগনেতা এস এম বাবর আলীর সঞ্চালনায় আওয়ালগাতী সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে উদ্বোধন অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন, হাসানপুর ইউনিয়ন আওয়ামী লীগের আহ্বায়ক ওবায়দুর রহমান ওহাব। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস এম রুহুল আমিন। ।
অপরদিকে উপজেলা নির্বাহী অফিসার এম এম আরাফাত হোসেনের সভাপতিত্বে ও বিদ্যানন্দকাটি ইউনিয়ন আওয়ামী লীগের আহ্বায়ক বি এম ইব্রাহীম হোসেনের সঞ্চালনায় আওয়ালগাতী সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে উদ্বোধন অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন বিদ্যানন্দকাটি ইউনিয়ন আওয়ামী লীগনেতা মাষ্টার সামসুর রহমান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস এম রুহুল আমিন।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, যশোর জেলা আওয়ামী লীগের  যুব ও ক্রীড়াবিষয়ক সম্পাদক জিয়াউল হাসান হ্যাপী, শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক এ এস এম আশিফুদ্দৌলা অলোক, অভয়নগর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও যশোর জেলা আওয়ামী লীগের সদস্য সরদার অলিয়ার রহমান, যশোর জেলা আওয়ামী লীগের সদস্য ও কেশবপুর পৌর মেয়র রফিকুল ইসলাম মোড়ল, যশোর জেলা আওয়ামী লীগের সদস্য ও কাশিমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মসিউর রহমান সাগর, যশোর জেলা আওয়ামী লীগের সাবেক নেতা রেজাউল ইসলাম, কেশবপুর উপজেলা শিক্ষা অফিসার আব্দুর জব্বার সরদার, উপজেলা প্রকৌশলী সায়ফুল ইসলাম মোল্যা, কেশবপুর উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মফিজুর রহমান, পাঁজিয়া ইউপির নব-নির্বাচিত চেয়ারম্যান জসিম উদ্দিন প্রমুখ।