UsharAlo logo
বুধবার, ১২ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৭শে ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ

শেবাচিমে রোগী দেখছেন না চিকিৎসকরা, দুর্ভোগে রোগীরা

ঊষার আলো রিপোর্ট
মার্চ ১২, ২০২৫ ৩:৫৯ অপরাহ্ণ
Link Copied!

পাঁচ দফা দাবি আদায়ে চলমান আন্দোলন কর্মসূচির অংশ হিসেবে বরিশালে বহির্বিভাগে রোগী দেখা বন্ধ রেখেছেন শেরে বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় (শেবাচিম) হাসপাতালের চিকিৎসকরা। বুধবার সকাল থেকে এ কর্মসূচি শুরু করেছে তারা। এতে দুর্ভোগে পড়েছে চিকিৎসা নিতে আসা শত শত মানুষ।

হাসপাতাল সূত্রে জানা গেছে, প্রতিদিন গড়ে দেড় থেকে দুই হাজার মানুষ এ হাসপাতালের বর্হিবিভাগে চিকিৎসা নেয়। আজ সকালেও একইভাবে সকাল ৮টা থেকে শুরু হয় আউট ডোরের টিকিট বিতরণ। দুই থেকে তিনশ  টিকিট বিতরণের পর তা বন্ধ করে দেয় হাসপাতালের কর্মীরা। পরে জানা যায়, ধর্মঘটে গেছে চিকিৎসকরা। বেলা ১০টা পর্যন্ত রোগী দেখার পর কক্ষ ছেড়ে চলে যান চিকিৎসকরা। ফলে চিকিৎসা নিতে আসা রোগীরা পড়েন দুর্ভোগে।

কর্মবিরতিতে অংশ নেওয়া চিকিৎসক মর্তুজা আলম বলেন, ‘কেন্দ্র ঘোষিত এ কর্মসূচি দেশব‍্যাপী পালিত হচ্ছে। আমাদের এখানে দেরিতে খবর পৌঁছানোয় সকালে আউট ডোরের রোগীদের টিকিট বিতরণ শুরু হয়ে যায়। যতগুলো টিকিট বিতরণ হয়েছে তাদের চিকিৎসা দেওয়ার পরই আমরা কাজ বন্ধ করেছি। কেন্দ্র থেকে আসা সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তী ব‍্যবস্থা নেওয়া হবে।’

চিকিৎসা নিতে আসা রোগী তাসলিমা বেগম বলেন, ‘উনারা ধর্মঘটে যাবেন সেটা আগে বললেই পারতেন। হঠাৎ করে কাজ বন্ধ করে দেওয়ায় আমরা বিপদে পড়েছি। সকাল থেকে এসে বসেছিলাম ডাক্তার দেখানোর আশায়। এখন না দেখিয়েই ফেরত যেতে হচ্ছে।’

হাসপাতালের উপপরিচালক ডা. মনিরুজ্জামান শাহিন বলেন, ‘ধর্মঘটরত চিকিৎসকদের সঙ্গে আলোচনা চলছে। আশা করি খুব শিগগিরই পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাবে।’

ঊষার আলো-এসএ